বাসের ভাড়া এখন থেকে বাকি রাখার সিস্টেম আমি চালু করলাম, নাটকে মোশাররফ করিম

মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : রামপুরা থেকে আবদুল্লাহপুর যাবেন রফিক। কিন্তু তিনবার বাস ভাড়া চাওয়ার পরও বাসের ভাড়া দেননি। তারপর একসঙ্গে দুই সিট নিয়ে বসে আছেন। কেউ খালি সিটে বসতে চাইলেই সেই যাত্রীকে বলেন, তাঁর চুলকানি রোগ রয়েছে। সেখানে আর কেউ বসেন না।

মোশাররফ করিম

এবার বাসের হেলপারের ভাড়া চাওয়ার শেষ চেষ্টা। কিন্তু এই যাত্রী ভাড়া দেবেন না; বরং চালকের সহকারীকে বাসের ভাড়া বাকির খাতায় লিখে রাখতে বলেন। আরও বলেন, ‘এখন থেকে বাসের ভাড়া বাকি রাখার সিস্টেম আমি চালু করলাম’।

শুধু তা-ই নয়, হোটেলে একটি ডিমভাজি ২০ টাকা রাখে, এ জন্য তিনি আলাদা একটি ডিম নিয়ে রেস্টুরেন্টে খেতে যান। এমন মজার ঘটনা নিয়ে এগিয়েছে নাটক, ‘লাভে আছে লসে নাই।’ রফিক নামের এমন চরিত্রে এবার অভিনয় করেছেন মোশাররফ করিম।কখনো বেকার, স্টেশনমাস্টার, বাসার দারোয়ান, পুলিশ অফিসার, প্রেমিক, যমজ, চা-খোরসহ নানা চরিত্রে অভিনয়ে প্রশংসা কুড়ান অভিনেতা মোশাররফ করিম। এবার তাঁকে দেখা যাবে আশপাশের মানুষকে বিরক্ত করা এক ব্যক্তির চরিত্রে।

নাটকে উঠে এসেছে এক নিম্নমধ্যবিত্ত দম্পতির গল্প। গল্পে তাঁর সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন রোবেনা রেজা। যাঁরা একটি বিপদে পড়ে মানুষের কোনো সহযোগিতা পান না। তার পর থেকে মানুষের সঙ্গে অমানবিক হওয়ার চেষ্টা করেন। এরপরই গল্পে চমক আসে।

নাটকের পরিচালক এস আর মজুমদার বলেন, নাটকের প্রথম দিকে এই তারকা জুটিকে দেখা যাবে, সবাইকে ইচ্ছাকৃতভাবেই বিরক্ত করেন। মানুষকে কষ্ট দিতে থাকেন। যেটা গায়ে পড়ে ঝগড়া করার মতো।

যেভাবে বুঝবেন অফিসে কেউ আপনার পেছনে লেগেছে

যে কারণে বিষয়গুলো কমেডি-নির্ভর মনে হয়; যা প্রথম দিকে দর্শকদের বিনোদন দেবে। কিন্তু পরোপকারী এই দম্পতি কেন বদলে গেলেন? এর মধ্যেই গল্পটিতে উঠে আসে এক মানবিক ও মমতাবোধের বার্তা।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস আর মজুমদার। সুলতান এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে নাটকটি আজ প্রচারিত হয়েছে। নাটকে আরও অভিনয় করেছেন রাখি চৌধুরী, মিশকাত মাহমুদ, হানিফ পালোয়ান, জাবেদ গাজি প্রমুখ।