বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় দেব ও রুক্মিনী অভিনীত ছবি ‘কিশমিশ’। এই ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না দুজনে। টেলিভিশনের প্রায় সব রিয়্যালিটি শোয়ের মঞ্চেই ছবির প্রচারে হাজির হচ্ছেন তাঁরা। সম্প্রতি ছবির প্রচারে দিদি নম্বর ওয়ানে হাজির হয়েছিলেন দেব-রুক্মিনী। তবে এবার আর তাঁরা একা নন, সঙ্গে এসেছিলেন ছবির অন্যান্য অভিনেতারাও।
দেবের সঙ্গে পোডিয়ামে ছিলেন পর্দায় তাঁর মা অঞ্জনা বসু, রুক্মিনীর সঙ্গে ছিলেন তাঁর পর্দার বাবা কমলেশ্বর মুখোপাধ্যায়। ছেলে হিসাবে দেব কেমন সেই প্রশ্নের উত্তরে অঞ্জনা বসু বলেন পর্দার ছেলে টিনটিন আর দেব দুজনেই খুব ভালো ছেলে। টিনটিন অনেকটাই তাঁর ছেলের মতোই
অভিনেত্রী বলেন যে,’অনেক সিনের পর আমি দেবকে বলেছি যে আমার মনে হচ্ছে আমি আমার নিজের ছেলের সঙ্গেই কথা বলছি’। পাশাপাশি তিনি বলেন যে তিনি আক্ষরিক অর্থেই কড়া মা। ছেলে আমেরিকায় পড়াশোনা করছে, এখান থেকেই তাঁর উপর বকাঝকা চালিয়ে যান অঞ্জনা।
দেব বলেন অঞ্জনার মতোই তাঁর মা-ও খুব কড়া। আজও তিনি মাকে ভয় পান। তখনই পাশ থেকে রুক্মিনী বলেন যে,দেবের মা খুবই ভালো, দেবের থেকেও বেশি মজার মানুষ তিনি। কিন্তু দেব ওর মাকে ভয় পায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বলতেই দেব ফিরে যান তাঁর পুরনো দিনে।
পুণেতে কম্পিউটার ইঞ্জিনিয়রিং পড়ে ছবির কাজ নিয়েই কলকাতা আসেন দেব। তিনি জানান যে, ছবিতে অভিনয় করতে চান একথা জেনে রাগ করেছিলেন তাঁর বাবা। অন্যদিকে মা তাঁর পাশেই ছিলেন। দেব বলেন, ‘মা জানতেন যে দেব একদিন হিরো হবেই। মায়েরা এরকমই হয়। মা জানে যে ছেলে ভুল করলে তাঁকে ঠিক করতে হলে তার পাশে থাকতে হবে। মা না থাকলে হয়তো আমি এই জায়গায় থাকতাম না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।