বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনয়শিল্পী দিলারা জামান। ৮১ বছর বয়সেও ক্লান্তি যেন ছুঁতে পারেনি তাকে। এখনও অভিনয় দিয়ে মুগ্ধ করে চলেছেন দর্শকদের। সম্প্রতি যুক্ত হয়েছেন নির্মাতা প্রসূন রহমানের ‘শেকর’ ছবিতে। চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ শুরু হবে হবে আগামী মে। তার আগে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন সিনেমা কলাকুশলীরা।
এসময় দিলারা জামান ‘শেকর’ অনেক ভাল একটা কাজ হতে যাচ্ছে। এটার গল্প দুর্দান্ত। চেষ্টা করবো ভালোভাবে কাজটি শেষ করার। নতুন ও আগামীর প্রজন্মের মাঝে ইতিহাস-সংস্কৃতি পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। এই সিনেমার মাধ্যমে দর্শক সেরকম কিছু পাবে।
৮১ বছর বয়সেও ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন এই গুণী অভিনেত্রী। পরিবার থেকেও রয়েছে অভিনয় ছাড়ার চাপ। বিদেশে গিয়ে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে দেশে ফিরে এসেছেন তিনি। ‘শেকর’ সিনেমার এই অনুষ্ঠানে সেটাও বলে দিলেন অনায়াসে।
তার কথায়, ‘আমি এই বয়সেও কাজ করতে করছি। এটা আমার জন্য বড় পাওয়া। আমার চারপাশে মানুষ বলে- অনেক তো হলো, এখন ছেড়ে দেন। আমি তখন অবাক হই! কি ছেড়ে দেবো? এখন যে নতুন যাত্রা শুরু হয়েছে এটা থেকে আমার অভিনয়ের অনেক কিছু শেখার আছে। এই জগতটা ফেলে আমি কোথায় পালাবো?’
তিনি বলেন, ‘আমারে মেয়ে আমাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিল। সেখানে ভালো লাগেনি। ২ বছর কষ্ট করে থাকার পর আবার ফিরে এসেছি। শেকরের টানে ফিরে এসেছি। যতদিন শরীরে শক্তি থাকবে, মনে রাখতে পারবো ততদিন কাজ করছে চাই। এটার মাধ্যমে দর্শকের কাছে থেকে যে ভালোবাসা পাই সেটা নিয়েই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই।’
আর্ন্তজাতিক অভিবাসনের প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে উন্নত দেশে স্থানান্তরিত হওয়া একজন অভিবাসীর চোখে দেখা বর্তমানের বাংলাদেশ এবং তার শেকড়ের খোঁজে ফিরে দেখার গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে লেখক সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায়- প্রসূন রহমান।
চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন এফ এস নাইম ও আইশা খান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজিব, নাইরুজ সিফাত, নাফিস আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা, শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া।
বাপ-ছেলে দুজনের সঙ্গেই রোমান্স, ফাঁস হতেই বলিউড ছাড়েন এই অভিনেত্রী
এরপর কাজ হবে ক্রমান্বয়ে গাজীপবু, রাজশাহী ও কুষ্টিয়ার কিছু এলাকায়। মোট ৩টি ধাপে আগামী জুন মাসের মধ্যে চিত্রধারণের কাজ শেষ করবার পরিকল্পনা রয়েছে সিনেমাটির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।