ফিল্মফেয়ারের আক্ষেপ ঘুচলো জি সিনে অ্যাওয়ার্ডে

Shah Rukh

বিনোদন ডেস্ক : ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে পুরস্কারের তালিকায় জাওয়ানের নাম না দেখার কারণে বলিউডের খান ফ্যানরা ভীষণ চটেছিলেন। অবশেষে তাদের আক্ষেপ ঘুচলো জি-সিনে অ্যাওয়ার্ডে। বলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর একটি ‘জি সিনে অ্যাওয়ার্ডস’।

Shah Rukh

গত ১০ মার্চ রাতে বসেছিল ‘জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৪’র আসর। এবারের আসরেই জয়জয়কার হলো শাহরুখ ও তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’র। এদিন ‘জওয়ান’ ও ‘পাঠান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতার পাশাপাশি সেরা চলচ্চিত্র, গল্প, মিউজিক, ভিএফএক্স, ব্যাকগাউন্ড মিউজিক, সংগীত পরিচালক, অ্যাকশন, ডায়লগ, সেরা গানের কথা সব কিছুর জন্যই শাহরুখের ‘জওয়ান’ পুরস্কার জিতে নিয়েছে।

এছাড়া জুরির চয়েসের দিক থেকে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কার্তিক আরিয়ান। সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট এবং সেরা অভিনেত্রী (জুরি) পুরস্কার জিতেছেন কিয়ারা আদভানি।

বাসর রাতেই উদ্দাম রোমান্সে মাতলেন, নেট দুনিয়া কাঁপাচ্ছে এই ওয়েব সিরিজ

শাহরুখ তার অভিব্যক্তি জ্ঞাপন করতে গিয়ে বলেন, ‘আমি যেমন ব্লক বাস্টার চাই, তেমনি পুরস্কার পেতেও আমার ভালো লাগে। দুটোই আমি এনজয় করি। তাই আনন্দের মুহূর্তগুলো নিয়েই জীবনে বাঁচতে চাই সবসময়।