একই দিনে বাংলাদেশে দুই হলিউড সিনেমা

দুই হলিউড সিনেমা

বিনোদন ডেস্ক : গত একমাস দেশি সিনেমার জোয়ারে ভাসছিল পুরো দেশ। এরমাঝে চলছিল হলিউডের ছবি। গত কয়েক সপ্তাহ ধরে তাবৎ দুনিয়া মেতে আছে ‘বার্বি’ এবং ‘ওপেনহেইমার’ নিয়ে। দর্শকমুখর সিনেমা হলগুলোতে যেন উৎসব লেগেছে। যার রেশ কাটতে না কাটতে বাংলাদেশের দর্শকদের জন্য আবারও এসেছে নতুন ছবির খবর।

দুই হলিউড সিনেমা

আগামী ১১ আগস্ট একসঙ্গে দু’টি হলিউডের ছবি মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। একটি সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী ছবি ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’। অন্যটি অ্যানিমেশন ছবি ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’। দু’টি ছবিই সিক্যুয়েল।

রক্তপিপাসু ভয়ঙ্কর হাঙরের তান্ডব নিয়ে নির্মিত ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’ ছবিটি পরিচালনা করেছেন বেন হুইটলি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড তারকা জেসন স্ট্যাথাম।

এক চার্জেই চলবে কয়েক সপ্তাহ, নতুন ফিচার ফোন আনলো নোকিয়া

অন্যদিকে, জনপ্রিয় কমিক চরিত্র নিয়ে ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’ ছবিটি পরিচালনা করেছেন জেফ রো। ভিন্ন ভিন্ন ঘরানার ছবি দু’টি দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।