একই ফ্রেমে ক্যাটরিনার সাবেক-বর্তমান

ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বলিউডে সালমান-ক্যাটরিনার প্রেম কাহিনি বেশ আলোচনায় ছিল দীর্ঘকাল। তবে আসল প্রেমটা ক্যাটরিনার জীবনে ছিল রণবীর কাপুর। একসময় এই অভিনেতার জন্য একরকম পাগলই ছিলেন ক্যাটরিনা। দীপিকার পর ক্যাটরিনার সঙ্গেই প্রকাশ্যে জড়িয়ে পড়েন রণবীর।

ক্যাটরিনা

কিন্তু তার পর তীব্র তিক্ততা। বিরক্তি নাকি এমনই ছিল, একে অন্যের ছায়া থেকেও দূরে থাকতেন। কিন্তু রামমন্দিরে যাওয়ার পথে এক ফ্রেমে ধরা দিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। মাঝে ভিকি কৌশল, আলিয়া ভাটও ছিলেন, তবে মূল আকর্ষণ এই সাবেক জুটিই।

সোমবার অযোধ্যায় রামমন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির গোটা বলিউড। অসংখ্য তারকা হাজির রয়েছেন সেখানে। আর একের পর এক ছবি শেয়ার করছেন ভক্তদের জন্য।

এমনই একটি ছবি বেশ নজর কেড়েছে অনুরাগীদের। যেখানে একসঙ্গে একফ্রেমে দেখা যাচ্ছে সাবেক ও বর্তমান জুটিকে।

রণবীর ও ক্যাটরিনার বিচ্ছেদ সম্পর্কে শোনা যায়, রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক তেমন ভালো ছিল না। তাতেই রণবীর-ক্যাটের মধ্যে দূরত্ব বাড়ে। তার পর বিচ্ছেদ। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর বেশ ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। সেই সময় তাকে আবার সামলান বলিউডের ‘টাইগার’ সালমান খান। সালমানের সঙ্গে নতুন করে জুটি বেঁধে বক্স অফিসেও সাফল্য পান ক্যাটরিনা। কিন্তু সালমানের সঙ্গে আর প্রেমের সম্পর্কে জড়াননি ক্যাট। বরং ভিকি কৌশলের কাছেই নিজের আশ্রয় খুঁজে পেয়েছিলেন।

এদিকে একাধিক প্রেম অধ্যায়ের পর আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর কাপুর। ২০২১ সালে ভিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা। তার এক বছর পর ২০২২ সালে রণবীর-আলিয়ার বিয়ে হয়। গত বছর তাদের কোলজুড়ে এসেছে প্রথম কন্যাসন্তান রাহা।

শীত নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

অপরদিকে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডেও ব্যস্ত সময় পার করছেন এই চারজন। এই মুহূর্তে একাধিক সিনেমা হাতে রয়েছে তাদের। তবে ক্যাটরিনা ও রণবীরকে আবারও জুটি হিসেবে পর্দায় দেখার অপেক্ষায় তাদের অনুরাগীরা।