বিনোদন ডেস্ক : আদালতে একজন অন্যজনের বিরুদ্ধে লড়ছেন। এরই মধ্যে এক হোটেলে থাকতে হবে হলিউডের জনপ্রিয় দুই সেলিব্রেটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটকে।
ভালোবাসার বিয়ের বিচ্ছেদ হয়েছে আইনি মাধ্যমে। বহুদিন আলাদা রয়েছেন একে অন্যের থেকে। এরই মধ্যে পেশাগত কারণে এক হোটেলে উঠছেন জনপ্রিয় এ দুই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে একই হোটেলে থাকতে হবে তাদের।
জানা গেছে, ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ২৮ আগস্ট। ১১ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে ৭ সেপ্টেম্বর। এ চলচ্চিত্র উৎসবে জোলি ও পিট উভয়েই যাচ্ছেন নিজের অভিনীত সিনেমার প্রচারণায়।
অপেরা কিংবদন্তি মারিয়া ক্যালাসের জীবন কাহিনী নিয়ে নির্মিত ‘মারিয়া’ সিনেমার প্রচারে দেখা যাবে জোলিকে। অন্যদিকে ব্র্যাডপিট তার অভিনীত ‘উলফস’প্রচারের জন্য এ উৎসবে অংশ নেবেন।
প্রসঙ্গত, এখনও আইনি লড়াইয়ে থাকায় অবশ্য ফেস্টিভ্যালে তাদের সময় আলাদা রাখা হয়েছে। তাই এক হোটেলে অবস্থান করলেও ভিন্ন ভিন্ন সময়ে উৎসবে অংশ নিতে দেখা যাবে জোলি ও পিটকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।