আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা থেকে আচমকা বেরিয়ে গেল শিম্পাঞ্জি। কয়েকদিনের ব্যবধানে দুইবার একই কাণ্ড ঘটানোয় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আনন্দবাজার পত্রিকা জানায়, সোমবার সকালে বুড়ি নামে ওই শিম্পাঞ্জিটিকে খাবার দিতে যান চিড়িয়াখানার কর্মীরা। কিন্তু খাঁচার মূল গেট খোলা পেয়ে বুড়ি সেখান থেকে বেরিয়ে যায়।
এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে চিড়িয়াখানার কর্মীদের মধ্যে। শিম্পাঞ্জি যাতে একেবারে বাইরে বেরিয়ে যেতে না পারে, সে জন্য চিড়িয়াখানার মূল গেট বন্ধ করে দেওয়া হয়। শিম্পাঞ্জিটিকে বাগে আনার চেষ্টা করেন কর্মীরা। কিছুক্ষণের মধ্যে চিড়িয়াখানার কর্মীরা বুড়িকে খাঁচায় ঢোকাতে সক্ষম হন। ফেরে স্বস্তি।
১২ দিন আগে ওই শিম্পাঞ্জিটি একই পথে এবং এই একই কায়দায় খাঁচার বাইরে বেরিয়ে গিয়েছিল। এই নিয়ে দ্বিতীয় বার খাঁচার বাইরে বেরিয়ে গেল বুড়ি।
শিম্পাঞ্জির খাঁচার বাইরে বিদ্যুৎ সংযোগ দেওয়া তারের বেড়া রয়েছে। বুড়ি দ্বিতীয়বার খাঁচার বাইরে বেরিয়ে যাওয়ার পর ওই তারের বেড়ার বিদ্যুতের ভোল্ট বাড়ানোর চিন্তাভাবনাও করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।