বিনোদন ডেস্ক : বলিউডে প্রায়শই দেখা গেছে এক নামে দু-তিনটি ছবি তৈরি হয়েছে। আসলে এমনটা হয়েছে শুধুমাত্র সিনেমার স্ক্রিপ্টের চাহিদার কারণে। এতে যে সব ছবি বক্স অফিসে চলে তা নয় , কিন্তু আজকে আমরা যে নামটি আপনাদের বলতে যাচ্ছি, সে নাম দিয়ে ৩ বার ছবি তৈরি হয়েছে এবং তিনবারই সুপারহিট।
এখন পর্যন্ত ‘আঁখে’ নামে তিনটি ছবি নির্মিত হয়েছে এবং তিনবারই বক্স অফিসে সফল। প্রথমবারের মতো, ৫৮ বছর আগে অর্থাৎ ১৯৬৮ সালে, ‘আঁখে’ নামে একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল এবং তারপর থেকে এই নামে তিন তিনটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। আজকের প্রতিবেদনে এই তিনটি চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
আঁখে (১৯৬৮): ধর্মেন্দ্রের এই চলচ্চিত্রটি সে সময়ের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসাবে রেকর্ড সৃষ্টি করেছিল। স্যাকনিল্কের পরিসংখ্যান অনুসারে, এর মোট আয় ছিল ৬.৪০ কোটি টাকা। গুপ্তচরবৃত্তির থ্রিলার হিসেবে ‘ফরজ’-এর চমকপ্রদ হিট হওয়ার পর, সাগর একই ঘরানার আরও একটি বড় বাজেটের ছবি বানান। ধর্মেন্দ্র ছাড়াও ছবিতে ছিলেন মালা সিনহা, মেহমুদ, ললিতা পাওয়ার, জীবন এবং মদন পুরি।
আঁখে (১৯৯৩): গোবিন্দা ও চাঙ্কি পান্ডে অভিনিত এই ছবিটি ১৯৯৩ সালের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র হয়ে ওঠে। ডেভিড ধাওয়ান পরিচালিত ছবিটি ছিল অ্যাকশন কমেডি চলচ্চিত্র। এটির সাফল্যর পর, তেলুগুতে ‘পোকিরি রাজা (১৯৯৫)’ নামে পুনরায় তৈরি হয়। নির্মাতারা এই ছবিটি তৈরি করে ১.৯৬ কোটি দিয়ে এবং আয় হয় ২৫ কোটি টাকা।
প্রেমে ব্যর্থ হয়ে তিনটি বিয়ে করেও টেকেনি, মা.দ.কাসক্ত হয়ে প্রায় যায় এই অভিনেতার
আঁখে (২০০২): অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার,পরেশ রাওয়াল, আদিত্য পাঞ্চোলি সুস্মিতা সেনকে এবং অর্জুন রামপালের এই চলচ্চিত্রটি ২০০২ সালের পঞ্চম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে। ছবিটি তৈরি করতে নির্মাতারা ১৭ কোটি টাকা ব্যয় করে আয় করেছিলেন ৬২.৯৫ কোটি টাকা। সে সময়ে ছবিটিতে বিগ-বির নেতিবাচক ভূমিকা খুব পছন্দ করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।