আকর্ষণীয় কিছু জিকে প্রশ্ন এবং ধাঁধা

intelligence

জুমবাংলা ডেস্ক : বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই আকর্ষণীয় কিছু জিকে প্রশ্ন এবং ধাঁধার দেখা পাওয়া যায়। সরকারি চাকরি সম্পর্কিত ইন্টারভিউ এবং পরীক্ষায় জিকে-র বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।

intelligence

কিছু প্রশ্ন খুবই সহজ থাকে যেগুলির উত্তর দেওয়া যায়, আবার কিছু জানা প্রশ্নও এমন ঘুরিয়ে করা হয় যা শুনে ভালো ভালো লোকের মাথা ঘুরে যায়। পছন্দের চাকরি পাওয়ার জন্য, আমাদের কেবল ভালো বায়োডেটা এবং জ্ঞান থাকাটাই কিন্তু যথেষ্ট না। কোনও কোম্পানিতে ভালো চাকরি পেতে গেলে অনেকটাই ঝক্কি পোহাতে হয়। এইচআর-এর বিভিন্ন কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেগুলি খুব শান্ত মনে উত্তর দিতে হয় নইলে সমস্যা বাড়তে পারে বৈকি। ফলে আপনিও কিছু প্রশ্নের উত্তর জেনে নিন যাতে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকেও কোনও সমস্যায় না পড়তে হয়।

প্রশ্ন: বিশ্ব সিংহ দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়?
উত্তর : ১০ আগস্ট।

প্রশ্ন: “ইন্দিরা গান্ধী স্মার্টফোন স্কিম” কোন রাজ্যের সাথে যুক্ত?
উত্তর : রাজস্থান।

প্রশ্ন: ভারতে প্রথম শিক্ষক দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১৯৬২।

প্রশ্ন- সম্প্রতি মিসেস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩ মুকুট কে জিতেছেন?
উত্তর: মাধুরী প্যাটেল।

প্রশ্ন- কে সম্প্রতি বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল ‘আরোগ্য মৈত্রী কিউব’ নির্মাণ করেছেন?
গ- শ্রীলংকা।

প্রশ্ন: সমুদ্রে জন্ম গ্রহণ করলেও ঘরে বাস করে এমন কোন জিনিস?
উত্তর : লবণ বা নুন।

প্রশ্ন: নীল সমুদ্রে লাল পাথর রাখলে কী হবে?
উত্তরঃ পাথর ভিজে ডুবে যাবে।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে কোন দেশের?
উত্তর: রাশিয়া।

বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন এই নায়িকারা

প্রশ্নঃ বলুন তো, কোন মাছ জলে সাঁতার কাটে, জমিতে হাঁটে এবং হাওয়ায় উড়ে যায়?
উত্তর: ‘গরনাই মাছ’।