স্পোর্টস ডেস্ক : আইপিএল না পিএসএল— কোন লিগটি বেশি জনপ্রিয়? এ নিয়ে ভারত-পাকিস্তানের সমর্থকদের মধ্যে বিতর্কের অন্ত নেই। ক্রিকেট ভক্তরা নয়, সাবেক কিংবদন্তিরাও এতে গা ভাসাচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের নাম। তুলনা নয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটিকে মিনি আইপিএল বলে আখ্যা দিলেন তিনি।
২০০৮ সালে শুরু হওয়া আইপিএল এরই মধ্যে বৈশ্বিক ক্রিকেটের কাঠামো বদলে দিতে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে পিএসএল শুরু হয়েছে ২০১৬ সালে।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেললেও দুই দেশের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বে এর পর আর তাদের দেখা যায়নি। এমনকি মেয়েদের আইপিএলেও খেলেননি কোনো পাকিস্তানি ক্রিকেটার।
একসময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করা আকরামকে দুই লিগের মধ্যে একটিকে বেছে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। আইপিএলের পর পিএসএলেও কাজ করা পাকিস্তানের সাবেক অধিনায়ক ভারতের স্পোর্টসকিডা নামের ওয়েবসাইটকে এমন প্রশ্নের জবাবে বলেন, ‘দুটিতেই কাজ করেছি। আইপিএল ও পিএসএলের আসলে তুলনা হয় না।’
এর পর আকরাম যোগ করেন, ‘আইপিএল বিশাল কিছু। পাকিস্তানেও পিএসএল নিঃসন্দেহে অনেক বড় কিছু। এটা পাকিস্তানে মিনি আইপিএলের মতো।’
কলকাতা নাইট রাইডার্স নাকি করাচি কিংস—এ দুই দল থেকে অবশ্য একটি বেছে নিতে পারেননি আকরাম। দুই দলের কথাই উল্লেখ করেছেন তিনি।
তবে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব থাকলে অস্ট্রেলিয়া না পাকিস্তানকে বেছে নেবেন—এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘অস্ট্রেলিয়া। তবে সেটি আমার স্ত্রীর কারণে নয়। কারণ অস্ট্রেলিয়ায় চাপ কম থাকবে। আমি আমার কাজ করতে পারব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।