জুমবাংলা ডেস্ক : নিকট-মেয়াদে আকরিক লোহার চাহিদা দুর্বল হতে পারে। এই আশঙ্কায় গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরও কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, শুক্রবার (৩১ মে) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার সবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৪২ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ৮৬৭ দশমিক ৫ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১১৯ ডলার ৮০ সেন্ট।
বিশ্বখ্যাত ধাতু পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিলের এক উপাত্তে দেখা যায়, বিদায়ী মে’তে দৈনিক গড়ে গরম ধাতুর উৎপাদন কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। মাস শেষে যা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৩৬ মিলিয়ন মেট্রিক টনে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সাংহাই মেটালস মার্কেট জানিয়েছে, কিছু ইস্পাত কারখানা অপেক্ষা করুন এবং দেখুন নীতি গ্রহণ করেছে। ফলে লৌহ আকরিকের বেচাবেনা কমেছে।
সদ্য সমাপ্ত মাসে চীনের উৎপাদন কার্যক্রম অপ্রত্যাশিতভাবে নিম্নমুখী হয়েছে। দেশটির সরকারি কারখানা জরিপে এসব তথ্য দিয়েছে।
ইস্পাত তৈরির মূল উপকরণ আকরিক লোহা। ডিসিই’তে নির্মাণ খাতের অপরিহার্য ধাতুটির অন্যান্য উপকরণের দরপতন ঘটেছে। সর্বোপরি, সাংহাই ফিউচার এক্সচেঞ্জে বেঞ্চমার্ক ইস্পাতের দাম কমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।