কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্টে ধরা পড়া একটি দৃশ্য বদলে দিল দুই মানুষের জীবন! জিলেট স্টেডিয়ামে এক প্রযুক্তি সংস্থার সিইও এবং তাঁর সহকর্মীর ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়তেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। সেই থেকেই সমালোচনার মুখে পড়েছেন ওই সিইও অ্যান্ডি বাইরন এবং তাঁর মানবসম্পদ প্রধান ক্রিস্টিন ক্যাবট।
তবে সমস্যায় পড়েছেন একেবারে নির্দোষ একজন — ভিডিয়ো নির্মাতা ও নামসঙ্গী আরেক অ্যান্ডি বাইরন। শুধুমাত্র একই নামের জন্য তাঁকে জবাবদিহি করতে হচ্ছে সামাজিক মাধ্যমে।
সমনামী হওয়ার অদ্ভুত অভিজ্ঞতা
ভিডিয়ো নির্মাতা অ্যান্ডি বাইরন লিঙ্কডইনে একটি ব্যাখ্যামূলক পোস্টে লেখেন,
“না, আমি সেই অ্যান্ডি নই। আমি কোল্ডপ্লে কনসার্টে ছিলাম না। আমি বড় পর্দার জন্য ভিডিয়ো বানাই, পর্দায় ধরা পড়ার মতো কিছু করি না!”
এই মজার মন্তব্য দিয়েই তিনি বুঝিয়ে দেন, ভাইরাল হওয়া ঘটনাটির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি আরও লেখেন,
“যদি কেউ চায় মুহূর্তের মধ্যে আলোচনায় আসা এমন ভিডিও তৈরি করতে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন।”
সোশ্যাল মিডিয়ার রসিকতা ও নিজের প্রতিক্রিয়া
ভিডিয়ো নির্মাতা অ্যান্ডি আরও বলেন,
“আমি এক দিনের জন্য সোশ্যাল মিডিয়ার রাজা হয়ে গিয়েছিলাম! আমার স্ত্রী সেটা জানলে বেশ মজা পেতেন। তবে আমি তো সহকর্মীর সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তুলিনি।”
এই মন্তব্যে তিনি একদিকে বিষয়টিকে হালকা করে তুলেছেন, অন্যদিকে সামাজিক বার্তাও দিয়েছেন।
কনসার্টের আসল দৃশ্য কী ঘটেছিল?
২০২৩ সালের জুলাইয়ে সিইও হিসেবে নিযুক্ত হন যাঁকে, তিনি তাঁর সহকর্মী ক্রিস্টিন ক্যাবটের সঙ্গে কনসার্টে গিয়েছিলেন। দর্শকাসনে তাঁদের অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে এক ক্যামেরাপার্সন সেই মুহূর্ত তুলে ধরেন বড় পর্দায়। পর্দায় নিজেদের দেখে অপ্রস্তুত হয়ে পড়েন তাঁরা দু’জনেই।
এই দৃশ্য দেখে কনসার্টের শিল্পী ক্রিস মার্টিন মঞ্চ থেকেই মন্তব্য করেন,
“হয়তো তাঁরা একটু লজ্জা পাচ্ছেন, নয়তো তাঁদের সম্পর্কের ব্যাপার রয়েছে।”
এই মন্তব্য থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি আরও ছড়িয়ে পড়ে।
বিষয়টির প্রভাব এবং সামাজিক শিক্ষা
যদিও এই ঘটনা দুটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিজস্ব বিষয়, তবু সামাজিকভাবে আলোচিত হওয়ার ফলে অনেকেই এর বাইরে থাকা ব্যক্তিকেও টেনে আনছেন। ভিডিয়ো নির্মাতা অ্যান্ডির মতো নির্দোষ মানুষেরা কেবলমাত্র নামের মিল থাকার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছেন, যা নিঃসন্দেহে দুঃখজনক।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়গুলি কখনও কখনও এমন প্রভাব ফেলতে পারে, যা প্রত্যাশিত নয়। সঠিক তথ্য যাচাই ছাড়া কাউকে নিয়ে মন্তব্য বা সমালোচনা করা থেকে বিরত থাকা উচিত — এটাই হতে পারে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।