বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা ‘পৃথ্বীরাজ’। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস রাজা পৃথ্বিবীরাজ চৌহানকে নিয়ে নির্মাণ করছেন সিনেমাটি। এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানশি।
শুক্রবার (৩ জুন) মুক্তি পেয়েছে ‘পৃথ্বীরাজ’। এর মাধ্যমে বলিউডে অভিষেক হলো মানশির। আনন্দের বিষয় হলো—সিনেমাটি ভারতের ৩৭০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে।
পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে ‘পৃথ্বীরাজ’ সিনেমাটি। সিনেমাটির হিন্দি ভার্সন সাড়ে ৩ হাজারের বেশি পর্দায় প্রদর্শিত হচ্ছে। তামিল-তেলেগু ভার্সন ১০০-২০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে। বলা যায়, মোট প্রায় ৩৭০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
মুক্তি উপলক্ষে অক্ষয় আজ একটি টুইট করেছেন। তাতে এই অভিনেতা বলেন, ‘১৮ বছরের গবেষণা, ২ বছর হয়েছে ভিএফএক্সের কাজ, কোভিডের তৃতীয় ঢেউ কাটিয়ে মুক্তি পেলো ‘পৃথ্বীরাজ’। আপনার নিকটতম প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার সময় এসেছে। এখনই আপনার টিকিট বুক করুন।’
আপনারা আল্লাহর মেহমান, বাংলাদেশের জন্য দোয়া করবেন : প্রধানমন্ত্রী
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—সঞ্জয় দত্ত, মানব ভিজ, সোনু সুদ, আশুতোষ রানা, সাক্ষ্মী তানওয়ার প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।