বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে যেন কোনো কমতি রাখেন না এই তারকা। বহুবার এমন অনেক পদক্ষেপ নিয়েছেন, যা অভিনয়কে আরও অনেক বাস্তব করে তুলেছে। তার অভিনয়ে মুগ্ধ হন সিনেমাপ্রেমীরাও।
অক্ষয়ের আসন্ন সিনেমা ‘সরফিরা’। এতে যে চরিত্রে তিনি অভিনয় করেছেন— সেখানে দেখা যায়, তার বাবা নেই। সেই শোকে কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে এ সময় শুধু অভিনয়ের জন্য নয়, সত্যি সত্যিই নিজের বাবাকে হারানোর কষ্টের কথা মনে করে শুটিংয়ের মাঝেই কেঁদে ওঠেন অক্ষয়।
সবার জীবনে এমন অনেক যন্ত্রণাই থাকে, যা যেকোনো পরিস্থিতিতেই মানুষকে কাঁদায়। কিংবা আনন্দিত করতে সাহায্য করে। অক্ষয় ‘সরফিরা’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাও খানিকটা একই।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন অক্ষয়। তিনি বলেন, এমন অনেক ছবির অনেক চরিত্র রয়েছে, যেগুলোর সঙ্গে আমি অনেক সময় মিল খুঁজে পাই। এই চরিত্র যেমন তার বাবাকে হারিয়েছে। আমি যখন সেই দৃশ্যে অভিনয় করছিলাম, তখন আমি বুঝতে পারি, চরিত্রটার মানসিক যন্ত্রণা ঠিক কতটা।
ফলে দৃশ্যটি অনেক বেশি বাস্তব হয়ে ওঠে। কারণ, আমি একই যন্ত্রণা দিয়ে গিয়েছি। যখন আমি আমার বাবাকে হারাই। আমার সত্যি কোনো গ্লিসারিন লাগেনি কান্নার জন্য। আমি নিজের যন্ত্রণার কথা মনে করেই কেঁদে ফেলেছিলাম। আপনারা যখন সিনেমাটি দেখবেন, জানবেন— আমি সত্যিই কাঁদছিলাম।
অভিনেতা আরও বলেন, আমার মনে আছে, শট শেষে নির্মাতা কাট বলার পরও আমার মাথা নিচু ছিল। কারণ, আমি তখনও কাঁদছিলাম।ওই আবেগটা থেকে বেরিয়ে আসা এতটাও সহজ ছিল না। তাই কাট বললেও বাস্তব পরিস্থিতিতে ফিরে আসাটা আমার জন্য ভীষণ যন্ত্রণার ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।