বিনোদন ডেস্ক : প্রায় তিন দশক ধরে বলিউডকে অজস্র ছবি উপহার দিয়েছেন অক্ষয় কুমার। অ্যাকশন হিরো হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে কমেডি চরিত্র দিয়েও মানুষের মন জয় করেছেন। এই বলিউডের খিলাড়ি জীবন সম্পর্কে কমবেশি সকলেরই জানা। তিনি বলিউডের অন্যান্য অভিনেতাদের মতন একেবারেই নন।
অক্ষয় নিজের জীবনকে খুবই সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছেন তিনি। প্রত্যেকেই জানেন যে অক্ষয় নাইট পার্টি থেকে দূরে থাকেন এবং নিজেকে ঠিক রাখতে প্রতিদিন ওয়ার্ক আউট করেন। তবে এই প্রতিবেদনে অভিনেতার সম্পর্কে একটি কুঅভ্যাসের কথা তুলে ধরা হয়েছে, যা তার নিজের বোন ফাঁস করেছেন।
আসলে একবার কপিল শর্মার শোতে অক্ষয় কুমারের তার একটি ছবির জন্য এসেছিলেন এবং এই শোতে অক্ষয়ের বোন অলকা ভাটিয়াও (Alka Bhatia) উপস্থিত ছিলেন। এই শো চলাকালীন কপিল শর্মা, অক্ষয়ের বোনকে বলেন যে, ‘অক্ষয় কুমার পর্দায় অসাধারণ কাজ করেন, কিন্তু আজ আমরা আপনার থেকে তার খারাপ অভ্যেস সম্পর্কে জানতে চাই, যেহেতু আপনি তার বোন, নিশ্চয়ই আপনি তাকে ভালোভাবেই চেনেন।’
কপিলের এই প্রশ্নের উত্তরে অক্ষয়ের বোন অলকা বলেন, যদিও অক্ষয়ের কোন বদ অভ্যাস নেই তবে হ্যাঁ তিনি যখন বাড়িতে থাকেন সারাদিন তাস খেলেন। তাস খেলতে খুবই ভালোবাসেন। এই কথা শুনে কপিল বলেন, এর মানে অক্ষয় জুয়া খেলেন।
এরপর অক্ষয় কুমার বলেন, আমি জুয়া খেলি না, তবে বাড়িতে যখন ফ্রি থাকি তখন পরিবারের সঙ্গে সাধারণ তাস খেলি। অক্ষয়ের ফিল্মের কথা বলতে গেলে, শেষবার তাকে ইমরান হাশমির সাথে ‘সেলফি’ ছবিতে দেখা গিয়েছিল। খুব শিগ্রই ‘ওএমজি ২’-তে দেখা যাবে অক্ষয় কুমারকে।
বক্স অফিসে সময়টা একদম ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। পরপর ফ্লপের মুখ দেখেছেন একসময় বলিউডের ‘হিট মেশিন’ নামে পরিচিত অক্ষয়। ‘সেলফি’, ‘রামসেতু’, ‘রক্ষাবন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো চর্চিত ছবির ব্যবসায়িক ব্যর্থতা ভুলে আপতত আগামির দিকে তাকাচ্ছেন অক্ষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।