ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : গত কয়েক বছরে কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে কম ট্রোল করা হয়নি বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। এমনকি, তাকে ট্রোল করে ‘কানাডা কুমার’ বলেও ডাকা হতো অনেক সময়। জানালেন, কানাডার নাগরিকত্ব ত্যাগ করে, ভারতের পাসপোর্ট গ্রহণ করেছেন অবশেষে। এবার দেশের ৭৭তম স্বাধীনতা দিবসের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভক্তদের সেই সুখবর দিলেন অক্ষয়। ভারতীয় নাগরিক হওয়ার ডকুমেন্টসের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মন আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগেই অক্ষয় জানিয়েছিলেন তিনি নাগরিকত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছেন। খুব জলদিই ভারতের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

এর আগে অক্ষয় কুমার আজ তাক-এর ‘সিধি বাত’-এ জানিয়েছিলেন, ‘ভারত আমার কাছে সবকিছু। আমি যা অর্জন করেছি, যা পেয়েছি তা এখান থেকেই। এবং আমি ভাগ্যবান যে আমি ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। লোকেরা যখন না জেনে কিছু বলে তখন একটু খারাপ তো লাগেই।’

অক্ষয় আরো জানিয়েছিলেন ১৯৯০-এর দশকের গোড়ার দিকে তার পরপর ছবি ফ্লপ করতে থাকে। একটানা পনেরোটি ছবি ব্যর্থ হয় বক্স অফিসে। বিকল্প আয়ের রাস্তা বেছে নিতেই সেই সময় কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। এক বন্ধুই তাকে পরামর্শ দিয়েছিল। বলেছিল, ‘এখানে আয়। আমি তোর জন্য কাজ দেখছি।’ সেই বন্ধুর কথা মতো নাগরিকত্বের আবেদন করে দেন। কিন্তু এরপরই ভাগ্যের বিধানে পরপর দুটি ছবি হিট করে যায়। সেই বন্ধু ফের তাকে বলে ফিরে আসতে ভারতে। তারপর তো আর ফিরে তাকাতে হয়নি। দিয়ে গিয়েছেন একের পর এক হিট। একটার পর একটা কাজ পেতে থাকেন। অক্ষয় ভুলেই গিয়েছিলেন পাসপোর্ট পরিবর্তন করার কথা।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ওহ মাই গড ২’। যা ২০১২ সালে মুক্তি পাওয়া ওএমজি-র সিক্যুয়েল। এতে অক্ষয়ের সঙ্গে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি আর ইয়ামি গৌতম।

এছাড়াও হাতে রয়েছে বড়ে মিঞা ছোটে মিঞা, হেরা ফেরি ৩, হাউজফুল ৫, জলি এলএলবি ৩-এর মতো সিনেমা।