অক্ষয় ভাড়াটে খুনি দিয়ে আমাকে মারতে চায় : কেআরকে

অক্ষয় ও কেআরকে

বিনোদন ডেস্ক : ভাড়াটে খুনি দিয়ে তাকে খুন করার পরিকল্পনা করা হয়েছে, আর তা করেছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে। এমনকি অক্ষয়ই নাকি তার জেলে যাওয়ার কারণ, টুইটারে এমনটাই দাবি করেছেন কেআরকে।

অক্ষয় ও কেআরকে

টুইটারে কেআরকে লিখেছেন, ‘অক্ষয় কুমার ছাড়া বলিউডের সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। অক্ষয় আমায় গ্রেপ্তার করিয়েছিল আর জেলে আমায় মেরে ফেলার জন্য অর্থ দিয়েছিল।

ভাগ্যের জোরে আমি জেল থেকে বের হতে পেরেছি। ও জেল কিংবা থানায় আমাকে মেরে ফেলার জন্য টাকা দিচ্ছে। যদি আমি খুন হয়ে যাই তাতে শাহরুখ খান, সালমান খান কিংবা করণ জোহর কোনোভাবে দায়ী থাকবে না।’
এর পরই আবার তিনি লেখেন, ‘অক্ষয় কুমার চায় আমি যেন তাকে কানাডা কুমার না বলি।

কেন আমি ওকে কানাডিয়ান বলব না? ও তো সত্যি কানাডার নাগরিক! ওর কি কানাডায় কোটি কোটি টাকার সম্পত্তি নেই? আমি তো কানাডা কুমারই বলব। ও যদি ক্ষমতার জোরে আমাকে খুন করিয়ে দেয় দিক।’
সুযোগ পেলেই বলিউডের তারকাদের একহাত নেন কেআরকে। শাহরুখ, সালমান থেকে শুরু করে রণবীর-দীপিকা, কাউকেই ছাড়েন না।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

‘পাঠান’ সিনেমার মুক্তির সময়ও শাহরুখ-দীপিকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এমনকি বক্স অফিসে ‘পাঠান’-এর দারুণ সাফল্য নিয়েও কটূক্তি করেছিলেন কেআরকে। এর আগে তার শত্রু হিসেবে নাম তোলেন শাহরুখ, সালমান, এমনকি করণ জোহরের। তবে এবার নতুন টুইট বার্তায় জানালেন, তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। অভিযুক্ত শুধুই অক্ষয় কুমার। আপাতত অক্ষয়ের দিকেই রাখছেন সন্দেহের তীর।