অক্ষয় কুমার এবং জন আব্রাহাম— বলিউডের দুই শক্তিশালী ব্যক্তিত্ব, যাদের পর্দার রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করে, তেমনই তাদের বাস্তব জীবনের বন্ধুত্বও এক অনন্য দৃষ্টান্ত। একাধিক ছবিতে একত্রে কাজ করে তারা গড়ে তুলেছেন এক গভীর, আন্তরিক এবং নির্ভরযোগ্য সম্পর্ক।
অবশ্য অক্ষয়ের বন্ধুত্বের পরিধি শুধু জনেই সীমাবদ্ধ নয়। অজয় দেবগন, সুনীল শেট্টি, সালমান খান— বলিউডের বহু তারকার সঙ্গেই তার গভীর বন্ধুত্ব রয়েছে। তবুও যখন প্রশ্ন ওঠে, ‘বন্ধুদের মধ্যে কে সবচেয়ে কাছের?’ অক্ষয় কুমার এক মুহূর্তও না ভেবে যার নাম বলে দেন, তিনি জন আব্রাহাম।
এই বন্ধুত্বের সূত্রপাত ২০০৫ সালে। ‘গরম মসালা’ দিয়ে শুরু এই জুটির যাত্রা, যা বক্স অফিসে সুপারহিট হয়। এরপর ‘দেশি বযয়েজ’-এর মতো ছবিতে তাদের রসায়ন দর্শকদের মন জয় করে। পর্দায় দুজনের কেমিস্ট্রি যেমন প্রাণবন্ত, তেমনই বাস্তব জীবনে তাদের বন্ধুত্বও দৃঢ় এবং অকৃত্রিম।
অক্ষয় বহুবার প্রকাশ্যে জনের প্রশংসা করেছেন। উল্লেখ করেছেন, তার বিনয়, পেশাদারিত্ব এবং বন্ধুত্বের প্রতি নিষ্ঠার কথা। অক্ষয়ের প্রতি সমান শ্রদ্ধাশীল জনও, বারবার বলেছেন, ‘অক্ষয় শুধু সহ-অভিনেতা নন, তিনি একজন সত্যিকারের বন্ধু।’
‘ঢিসুম’ ছবিতে অক্ষয় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে জন এবং বরুণ ধাওয়ান প্রধান ভূমিকায় ছিলেন। এছাড়াও কিছু ছবিতে অক্ষয়ের জায়গায় জন এসেছেন, যেমন ‘ওয়েলকাম ব্যাক’, কিন্তু এতে তাদের বন্ধুত্বে কোনও চিড় ধরেনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জন জানিয়েছেন, তারা আবার একসঙ্গে কাজ করার কথা ভাবছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের প্রথম আট মাসের মধ্যেই অক্ষয় চারটি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে তিনটিতে তিনি মুখ্য ভূমিকায়। এখন অক্ষয়ের ‘জলি এলএলবি ৩’ মুক্তির অপেক্ষায়। আগামী মাসেই এই ছবি মুক্তি পেতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।