সেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয়

অক্ষয়ের বিশ্ব রেকর্ড

বিনোদন ডেস্ক : সেলফি তুলে বিশ্ব রেকর্ড, শুনতে খানিকটা অদ্ভুত মনে হলেও এমনটাই করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। মাত্র ৩ মিনিটে ভক্তদের সঙ্গে ১৮৩টি সেলফি তুলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি।

অক্ষয়ের বিশ্ব রেকর্ড

এত দিন এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের জেমস স্মিথের দখলে। ২০১৮ সালে কার্নিভ্যাল ড্রিম ক্রুজ জাহাজে মাত্র ৩ মিনিটে ১৬৮টি সেলফি তুলেছিলেন তিনি। স্মিথের সেই রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড গড়লেন অক্ষয়।

আগামী শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) অক্ষয় অভিনীত ‘সেলফি’ সিনেমাটি মুক্তি পাবে। বর্তমানে সিনেমাটির শেষ মুহূর্তের প্রচারণায় তুমুল ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। বুধবার (২২ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে সিনেমাটির প্রচারে এসেই সেলফি তোলার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সেলফি তোলার ভিডিও পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন অক্ষয়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি জীবনে যা কিছু অর্জন করেছি এবং যেখানে আছি- সবই আমার ভক্তদের নিঃশর্ত ভালবাসার কারণে। আমার কর্মজীবনে তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, সে জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

এই খিলাড়ি আরও লেখেন, ‘আমার ভক্তদের সাহায্যে ৩ মিনিটে সর্বাধিক সেলফি তোলার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছি। এটি আমার জন্য বিশেষ ছিলো, যা আমি চিরকাল মনে রাখব। সবাইকে ধন্যবাদ।’

https://www.facebook.com/watch/?v=2059074724287006

প্রসঙ্গত, মালয়ালম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক ‘সেলফি’। রাজ মেহতার পরিচালনায় এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে পর্দায় দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে। সূত্র: বলিউড হাঙ্গামা

আরো এক রেকর্ড গড়ল শাহরুখের ‘পাঠান’