একটি বাইকে পুরো সংসার, সঙ্গে আছে জোড়া কুকুর আর মুরগিও

বাইক

জুমবাংলা ডেস্ক : নেহাতই সাধারণ একটি বাইক। আর তাতেই ৫ সন্তান এবং স্ত্রীকে নিয়ে সওয়ার ব্যক্তি! সঙ্গে সংসারের যাবতীয় লোটা কম্পলও! এমনকী জোড়া কুকুর ছানা। একটি মুরগিও!

বাইক

আস্ত সংসার নিয়ে ঝাঁ চকচকে বিটুমিনের সড়ক দিয়ে বাইকে দিব্যি এগিয়ে চলেছেন এক ব্যক্তি। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল ওই ভিডিও।

অতীতেও এভাবে একটি বাইকে ৭ বা ৮ জনকে সওয়ার হতে দেখা গিয়েছে। কিন্তু দিব্যি আরামে সওয়ার হওয়ার ছবি দেখা যায়নি। এক্ষেত্রে অবশ্য ভিন্ন চিত্র। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ বাইকে চালকের সামনে থাকা পেট্রল ট্যাঙ্কে বসে আছে দুটি শিশু। তাদের সামনে একটি কুকুর ছানা।

চালকের পিছনে স্ত্রী। তার ঘাড় জড়িয়ে দাঁড়িয়ে আছে একটি শিশু। তার পিছনে মুখোমুখি বসে রয়েছে দুটি শিশু। বাইকের শেষের শিশুটির কোলে একটি মুরগি। এছাড়াও দু’দিকের লাগেজের ওপরে আরও একটি কুকুর ছানা!

বাউন্ডারির দড়ি সরিয়ে ক্যাচ ধরছে পাকিস্তান, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

এবং অদ্ভূতভাবে সকলেই দিব্যি আরামে বসে রয়েছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ইতিমধ্যে ভাইরাল এই ভিডিও। উপচে পড়ছে কমেন্ট, লাইকও।