জুমবাংলা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। উপজেলাজুড়ে এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদরাসার ওয়াজ মাহফিলে নিলামে এই কমলা বিক্রি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল চলাকালে একটি কমলা নিলামে বিক্রির জন্য ডাক দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা ডাক চলা শেষে এক প্রবাসী মাওলানা সেটি দুই লাখে কিনে নেন। এ সময় উপস্থিত সকলের মধ্যে বিষয়টি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়।
কমলা বিক্রির বিষয়টি নিশ্চিত করে গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন জানান, ওয়াজ মাহফিলে ভারত থেকে আগত অতিথি আওলাদে রাসুল (সা.) সায়্যিদ আছজাদ আল মাদানি (রহ.) সাহেবকে কমলাটি এক প্রবাসী দান করেন।
কম মূল্যে দুর্দান্ত ফিচার, বাজার কাঁপাচ্ছে Nokia 7610 Pro Max
মাহফিল চলাকালে আছজাদ আল মাদানি (রহ.) সাহেব কমলাটি নিলামে তোলেন। ৫ হাজার টাকা দিয়ে নিলামের ডাক শুরু হলে শেষমেশ তা যায় দুই লাখ টাকা পর্যন্ত। অবশেষে নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন ২ লাখ টাকায় কমলাটি কিনে নেন। তিনিও এই মাহফিলে আগত মেহমান ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।