বিনোদন ডেস্ক : রাজ-শুভশ্রী জুটি আরো একবার আলোচনায় উঠে এসেছেন। না, তাঁরা এমনিতেও অবশ্য নানা কারণে আলোচনায় থাকেন। হবে না-ই বা কেন, কলকাতার অন্যতম পাওয়ার কাপল যে তাঁরা। কিন্তু ভাবছেন কেন আবার আলোচনায়? তাঁরা যে আবার মা-বাবা হতে চলেছেন দ্বিতীয়বারের মতো।
ছোট ইউভানের ভাই বা বোন আসতে চলেছে শিগগিরই। সে খবর তাঁরা নিজেরাই দিয়েছেন। তবে এই খুশির খবর ভাগ করার কিছুদিন আগেই শুভশ্রীর জীবনে আরো একটি খুশির মুহূর্ত এসেছিল। তিনি সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত হয়েছিলেন।
চলতি বছরেই মুক্তি পেয়েছে কল্লোল লাহিড়ীর গল্প অবলম্বনে তৈরি করা সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সেখানে নাম ভূমিকায় দেখা গেছে শুভশ্রীকে। বলাই বাহুল্য, এই চরিত্রকে এতটা প্রাণবন্ত করে ফুটিয়ে তুলেছেন যে দর্শক থেকে সমালোচক―সবার থেকেই তিনি বাহবা কুড়িয়েছেন। দেবালয় ভট্টাচার্যের এই কাজ সকলের মনে গেঁথে গেছে।
বিশেষ করে ইন্দুবালার চরিত্র। এবার সেই চরিত্রের জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। কিছুদিন আগেই টিভি৯ বাংলার তরফে ঘরের বায়োস্কোপ নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বসেছিল চাঁদের হাট। টলিউডের নামিদামি অভিনেতারা উপস্থিত ছিলেন এদিন। ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তিনি এদিন সেরা অভিনেত্রী ওটিটি বিভাগে খেতাব জেতেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর জন্য।
এই পুরস্কার পাওয়ার পর অভিনেত্রী বলেন, ‘একটা উচ্চাকাঙ্ক্ষা তো ছিলই। তবে আমি অ্যাওয়ার্ডের কথা ভেবে কাজটা করিনি। কিন্তু কাজ করার পর বুঝেছিলাম এটা সবার খুব ভালো লাগবে। বইটাই সবার কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল যে কাজটা ভালো লাগতে বাধ্য ছিল। ইন্দুবালা চরিত্রটাই আসলে সবার খুব পছন্দের। তাই একটা উচ্চাকাঙ্ক্ষা তো ছিলই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।