একটি বোয়াল মাছের দাম ২৪ হাজার টাকা

বোয়াল

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর অদূরে জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

বোয়াল

জানা গেছে, মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া স্থানীয় মোহন মন্ডলের আড়তে উন্মুক্ত নিলাম ওঠালে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি ঢাকা গাজীপুরের এক ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে এক হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

বিকাশ এজেন্ট হওয়ার নিয়ম

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, বড় ব্যবসায়ীদের কাছে পদ্মার যেকোনও মাছের প্রচুর চাহিদা রয়েছে। তারা বড় মাছের কথা শুনলেই মাছ কেনার আগ্রহ প্রকাশ করে। আজ পদ্মার ১৩ কেজি ওজনের একটি বোয়াল কিনে গাজীপুরের এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি এক হাজার ৮৫০ টাকা দরে বিক্রি করেছি। প্রতি কেজি মাছে আমার ৫০ টাকা করে লাভ হয়েছে।