একটি চু.ম্ব.ন দৃশ্য ৭৯ বার ব্যর্থ চেষ্টার পর সফল

চু.ম্ব.ন

বিনোদন ডেস্ক : ‘টিকিট টু প্যারাডাইস’ নামে একটি ছবিতে চু.ম্ব.ন দৃশ্যটি চিত্রায়িত হয়। জানা গেছে, এটি একটি কমেডি ধাঁচের রোমান্টিক ছবি। হলিউডের এই দুই তারকা- জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনিকে এই চু.ম্ব.ন দৃশ্যটির জন্য ৮০ বার টেক দিতে হয়। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা বলেন, এই দৃশ্যটি চিত্রায়িত হতে সময় লেগেছে ছয় মাস। এই ছয় মাসে শুধু একটি চু.ম্ব.ন দৃশ্যই চিত্রায়িত হয়। ইয়ন

চু.ম্ব.ন

ক্লুনি সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যা বিষয়টি আমার স্ত্রীর সঙ্গেও আমি শেয়ার করেছি। চু.ম্ব.ন এর এই দৃশ্যটি চিত্রায়িত করতে ৮০ বার টেক দিতে হয়েছে।’ তিনি রসিকতা করে বলেন, ‘সে (জুলিয়া রবার্টস) পারেও। কি বলব।’ রবার্ট ব্যাখ্যা দিয়ে বলেন, ৭৯ টেক চলে গেছে আমাদের হাসির মধ্য দিয়ে। সঙ্গে সঙ্গে ক্লুনি বলেন, ‘শেষ পর্যন্ত আমরা কাজটা ঠিকঠাক করতে পেরেছি।’

গত ছয় বছরে জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টসের এটাই হলো প্রথম ছবি। ছবির গল্পাংশে দেখানো হয়েছে, তারা দু’জন দীর্ঘ সময় আগে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন। তারা একত্র হয়েছে তাদের মেয়েটি যাতে আবেগপ্রবৃত্ত হয়ে যেন কাউকে বিয়ে না করে।

এছাড়া গত ২০ বছরে রোমান্টিক ঘরানার কোনো কমেডিনির্ভর প্রেমের ছবিতে এই প্রথম কাজ করলেন হলিউডের খ্যাতিমান তারকা জুলিয়া রবার্টস।

অঞ্জলির অরোরার এমএমএস ভিডিও নিয়ে মুখ খুললেন উরফি

‘প্রিটি ওম্যান’ খ্যাত এই অভিনেত্রী এতোদিন রোমান্টিক কমেডি ছবি থেকে কেন দূরে ছিলেন তারও একটা ব্যাখ্যা দিয়েছে জুলিয়া রবার্ট। তিনি বলেন, ‘মানুষ কখনও কখনও ভুল করে মনে করে আমি রোমান্টিক কমেডি ছবি করিনি। আসলে আমি সেটা করতে চাই না।’