আন্তর্জাতিক ডেস্ক : একটা দেশ বেচে দেওয়া সম্ভব? দেশ কি বেচা যায়? কিন্তু তা সত্ত্বেও একটি গোটা দেশকেই বিক্রির জন্য দেওয়া হয়েছিল। নিলামে দামও উঠতে শুরু করেছিল। দেশ কখনও বিক্রি হয়না। কিন্তু সে চেষ্টাও হয়েছে। তাও আবার একটি বিখ্যাত ই-কমার্স সাইটে। এমনকি দেশটি বিক্রি আছে দেখে অনেকে নিলামে দামও ফেলতে থাকেন। যাতে দেশটির দাম উঠেছিল ৩ হাজার ডলার পর্যন্ত।
ই-কমার্স সাইট ইবে-তে দেশটি বিক্রি আছে দেখে প্রথম যে জন সেটি কিনতে চেয়েছিলেন তিনি দাম দিতে চেয়েছিলেন মাত্র ৩ সেন্ট। বিষয়টি রীতিমত ছেলেখেলার পর্যায়ে পৌঁছয়।
কিন্তু এক সার্বভৌম রাষ্ট্রের সম্ভ্রম নিয়ে এই ছিনিমিনি খেলা কিন্তু বেশ কিছুটা সময় চলেছিল। পরে ওই ই-কমার্স সংস্থা দেশটি বিক্রি নেই বলে জানিয়ে দেয়।
দেশের নাম নিউজিল্যান্ড। ছবির মত সুন্দর প্রশান্ত মহাসাগরের ওপর এই দ্বীপরাষ্ট্র বিক্রি আছে বলে জানিয়ে ইবে-তে যুক্ত করেন অস্ট্রেলিয়ার এক বাসিন্দা।
২০০৬ সালে এই বিজ্ঞাপনে তিনি নিউজিল্যান্ড বিক্রি আছে বলে জানিয়ে ইবে-তে দাম আহ্বান করেন। এমনকি নিউজিল্যান্ড অত্যন্ত সাদামাটা একটি সাধারণ আবহাওয়ার দেশ বলেও জানান তিনি।
বিষয়টি দেখার পর যে কারও বোঝা স্বাভাবিক ছিল যে এটা সম্ভব নয়। কিন্তু সকলকে অবাক করে নিউজিল্যান্ড কেনার জন্য দামও পড়তে থাকে।
বিষয়টি নিয়ে সে সময় হইচইও হয়। এভাবে একটি দেশ বিক্রি আছে বলে জানিয়ে ইবে-তে কীভাবে দাম চাওয়া গেল তাও অনেক মানুষকে সে সময় অবাক করে। অনেকেই বিষয়টি মেনে নিতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।