জুমবাংলা ডেস্ক : ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধড়া পড়লো তিন কেজি ওজনের রাজা ইলিশ। পরে ইলিশটি স্থানীয় মাছের আড়তে ৪২০০ টাকা বিক্রি করা হয়। শনিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়াল সংলগ্ন মেঘনায় শফিক মাঝির জালে এই রাজা ইলিশটি ধরা পড়ে। প্রথমে ইলিশটি স্থানীয় ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজলের মাছের আড়তে নিয়ে আসেন জেলেরা।
মেঘনায় ইলিশের আকালের মধ্যে এত বড় ইলিশ ধরা পড়ায় রাজা ইলিশটি এক নজর দেখতে ভিড় জমায় জনতা।
শফিক মাঝি জানান, শনিবার ভোর রাতে চরপিয়াল সংলগ্ন মেঘনায় ইলিশ জাল ওঠানোর পর ১২০ টি ইলিশ পাওয়া যায়। ওই সময় ইলিশের মধ্যে একটি বড় সাইজের ইলিশ দেখতে পাই। পরে মাছটি আড়তে এনে ওজন দিয়ে দেখেন তিন কেজি ৫০ গ্রাম। রাজা ইলিশটি চেয়ারম্যানের মাছের আড়তে ডাকে চার হাজার ২০০ টাকায় বিক্রি করি। মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মিজান শেখ। পরে লঞ্চযোগে মাছটি যাত্রাবাড়ি মৎস্য আড়তে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়।
রূপে ও গুনে অভিনেত্রীদেরও টেক্কা দেবেন নাসিরউদ্দিন শাহের মেয়ে
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, এত বড় সাইজের ইলিশ পাওয়া ভাল লক্ষণ। সামনে মেঘনায় ইলিশের আকাল থাকবে না। জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে বলেও তিনি আশাবাদী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।