একটি সিলভার কার্পের দাম ১২ হাজার টাকা

সিলভার কার্পের

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে সাড়ে ১৭ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ ধরা পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দৌলতদিয়ায় স্থানীয় জেলে আনিছ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

সিলভার কার্পের

বুধবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের স্থানীয় চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মো. দুলাল মন্ডলের আড়ত থেকে মাছটি সাতশ টাকা কেজিতে কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, বুধবার সকালে দৌলতদিয়া দুলাল মন্ডলের আড়ত থেকে ৭শত টাকা কেজি দরে মোট- ১২ হাজার ২শত ৫০ টাকা কিনে নিয়ে আমার দোকানে আসি। মাছটি বিক্রি করার জন্য ঢাকার কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ১শ টাকা লাভে বিক্রি করা যাবে।

রাজামৌলির পরবর্তী ছবিতে মহেশ বাবু!