আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কঠোর বাধা-বিপত্তি সত্ত্বেও পবিত্র রমজানের লাইলাতুল কদরে জেরুজালেমের মসজিদুল আকসায় আড়াই লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন।
বুধবার (২৭ এপ্রিল) ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কঠোর বিধি-নিষেধের মধ্যে মসজিদ চত্বরে আসেন জেরুজালেম ও আশপাশের মুসল্লিরা।
ফিলিস্তিনের ইসলামিক ইনডোমেন্ট অ্যাফেয়ার্স জানায়, দখলদার সেনাদের কঠোর নজরদারির মধ্যে মসজিদে আকসায় কদরের রাতে প্রায় দুই লাখ ৫০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। অবশ্য জেরুজালেমের পশ্চিম তীর থেকে আগত অসংখ্য মুসল্লিদের মসজিদে আগমনে বাঁধা দেওয়া হয়।
ইসরায়েলি সেনারা মুসল্লিদের ওপর নিরাপত্তার অজুহাতে কঠোর বিধি-নিষেধ আরোপ করে। আল আকসা মসজিদে লাইলাতুল কদর উদযাপনে আগত মুসল্লিদের ওপর ইসরায়েলের পুলিশ নজিরবিহীন নজরদারি শুরু করে।
গত শুক্রবার সন্ধায় মসজিদে আকসার মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে ৫৭ জন মুসল্লি আহত হন। রমজানের শুরু থেকেই পবিত্র জেরুজালেম নগরীতে ইসরায়েলি সৈন্য কয়েক গুণ বাড়ানো হয়। মসজিদে আকসা ও পূর্ব জেরুাজলেমের বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েল সশস্ত্র সৈন্যের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করে।
আল আকসায় আগত মুসল্লি সামিরা বলেন, আল আকসা মসজিদ প্রান্তরে কদরের রাতে অন্যরকম আধ্যাত্মিক আবহ তৈরি হয়। এসময় মসজিদের সব প্রবেশপথে মুসল্লিদের শৃঙ্খলা রক্ষায় কাজ করেন মসজিদ কর্তৃপক্ষ।
دعاء صلاة القيام ليلة الـ27 من رمضان في المسجد الأقصى المبارك pic.twitter.com/0JELjPtauW
— AlQastal القسطل (@AlQastalps) April 28, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।