আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা করার বিষয়ে ম্যাজিস্ট্রেট আদালতের রায় বাতিল ঘোষণা করেছেন ইসরায়েলের আপিল আদালত।
আদালতের রায়ে বলা হয়েছে, আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অধিকারের তুলনায় সামাজিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ।
আল-আকসায় প্রার্থনা নয়, কেবল পরিদর্শন করা যাবে—এমন শর্তে ইহুদিদের ওই মসজিদ ভ্রমণের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার।
শর্ত ভেঙে তিন ইহুদি তরুণ সেখানে প্রার্থনা করলে পুলিশ তাঁদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়। পুলিশের নির্দেশ চ্যালেঞ্জ করে তাঁরা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে সংশ্লিষ্ট বিচারক গত রোববার রায়ে বলেন, ওই তিন তরুণের কর্মকাণ্ডে শান্তিভঙ্গের ঘটনা ঘটেনি।
ইসরায়েলি রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে আদালত গত বুধবার রায় দেন, ইসরায়েলিদের ভাষায় টেম্পল মাউন্ট তথা আল-আকসার ‘বিশেষ স্পর্শকাতরতা নিয়ে অতিরঞ্জনের অবকাশ নেই’।
বিচারক আরও বলেন, ইহুদিদের প্রার্থনা করার অধিকার ‘প্রশ্নাতীত কোনো বিষয় নয়’। তাদের সেই অধিকারের ওপর সামাজিক শান্তির নিশ্চয়তাকে প্রাধান্য দিতে হবে।
আল-আকসা প্রাঙ্গণকে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মাবলম্বীরাই পবিত্র মনে করেন। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।