জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আপনারা কি বাংলাদেশে ইসলাম ও আল্লাহর আইন বাস্তবায়ন করতে চান তাহলে আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করতে হবে। শুধু ওয়াজ নসিহত করে তা কায়েম করা যাবেনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেদিকে নজর দিতে হবে। কোন একটা দেশে আইন যদি চালু করতে হয় তাহলে জাতীয় সংসদে পাশ করতে হবে। এ জন্য আল কোরআনের আলো এখন ঘরে ঘরে নয়, জাতীয় সংসদেও জ্বালাতে হবে। তাহলেই আল্লাহর আইন চালু হবে। তানাহলে পারবেন না। রাষ্ট্র শক্তি ছাড়া জনগণকে কোন আইন পালন করতে কেউ বাধ্য করতে পারে না।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার আয়োজনে শ্রমিক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একসময় পাটকে সোনালী আঁশ বলা হতো। সেই সোনালী আঁশ পরবর্তীতে গলার ফাঁসে পরিণত হয়েছে। এটা করেছিল সেই সরকার, যারা স্বাধীনতার নামে দেশকে পরাধীনতায় আবদ্ধ করে দিয়েছিল। ৭১ সালে স্বাধীনতার নামে সংগ্রাম করে আমাদের কপালে জুটেছে পরাধীনতা। এই পরাধীনতার কারণে মানুষের মধ্যে আন্দোলনের চেতনা সৃষ্টি হয়। ওই পরাধীনতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে স্বাধীনতার সত্যিকারের স্বাদ ফিরিয়ে আনার জন্য ২০২৪ সালের ৫ আগস্ট পরিণত হয়েছে। মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলেতে পেরেছে। এই স্বাধীনতাকে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
এদিকে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াত ইসলামীকে আপনারা যদি সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে আপনাকে ব্যবসার জন্য, তরকারি বিক্রির জন্য, রিকশা-ভ্যান কেনার জন্যে মানুষের কাছে যেতে হবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাড়িতে জামায়াত ইসলামী সকল মানুষের অধিকারকে নিশ্চিত করবে।
‘যেখানেই অন্যায়-সিন্ডিকেট-চাঁদাবাজি দেখব, আমরা তা উপড়ে ফেলব’
লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন নুরনবী ও সহ সাধারণ সম্পাদক মহসিন কবীর মুরাদ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।