আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার প্রধান হাসপাতাল আল-শিফা অবরুদ্ধ করে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটি এবার ওই হাসপাতালের নিচে হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার দাবি করেছে। সেইসঙ্গে এর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। খবর বিবিসির।
গতকাল রবিবার ইসরায়েল এ ভিডিও প্রকাশ করে বলেছে, ‘হামাসের এ সুড়ঙ্গটি ৫৫ মিটার লম্বা এবং ১০ মিটার গভীর। এ সুড়ঙ্গে আছে বিস্ফোরণরোধী দরজা।’ এ নিয়ে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামাস সন্ত্রাসী সংগঠন এ ধরনের দরজা ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে তাদের কমান্ড সেন্টারে ঢুকতে বাধা দেওয়ার জন্য।’ তবে দরজার ওপাশে কি আছে তা বিবৃতিতে বলা হয়নি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, এ ফুটেজই স্পষ্ট প্রমাণ করছে হাসপাতাল চত্বরে অনেক ভবনই হামাস তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আড়াল রাখার জন্য ব্যবহার করে। তবে হাসপাতালের মতো জায়গায় এমন কোনো সুড়ঙ্গ বা কমান্ড সেন্টার থাকার অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছে হামাস।
গাজায় এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে আজ সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৭ হাজারের বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। তাদের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়।
এতে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০জন। আহত তিন হাজারের বেশি। সেইসঙ্গে ২৪০ জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা। এরপর থেকেই গাজায় হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।