আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে সর্ববৃহৎ হামলা চালিয়েছে। বিদ্রোহীরা সরকারি নিয়ন্ত্রণে থাকা অর্ধশতাধিক শহর ও গ্রাম দখলের পর সিরিয়ার ঐতিহাসিক আলেপ্পো শহরের পশ্চিমাঞ্চল দখল করে নিয়েছে। বিদ্রোহীরা এখন হামা শহরের দিকে অগ্রসর হচ্ছে।
সিরিয়ার সেনাবাহিনী হামলাকারীদের হাত থেকে শহর রক্ষায় প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের উত্তরাঞ্চলে যে বিদ্রোহীরা বর্তমানে তাণ্ডব চালাচ্ছে, সন্ত্রাসী হামলা যত তীব্রই হোক না কেন তাদের পরাজিত করা হবে। স্থানীয় সময় শনিবার আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনালাপে আসাদ জোর দিয়ে বলেন, সব সন্ত্রাসীর মোকাবেলায় সিরিয়া তার স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে যাচ্ছে।
সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম, যা পূর্বে জাবহাত আল-নুসরা নামে পরিচিত ছিল, তারা সম্প্রতি উত্তর সিরিয়ায় সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলে আক্রমণ করেছে। এর মধ্য দিয়ে ২০২০ সালে রাশিয়া ও তুরস্কের প্রতিষ্ঠিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হয়ে যায়।
শুক্রবারের মধ্যে বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা আলেপ্পোতে প্রবেশ করে। ২০১৬ সাল থেকে সিরিয়ার সরকারি নিয়ন্ত্রণে ছিল শহরটি। এক বিবৃতিতে সিরিয়ার জেনারেল কমান্ড বলেছে, হাজার হাজার বিদেশি সন্ত্রাসী, ভারী অস্ত্র ও বিপুল সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। আলেপ্পো রক্ষায় বেশ কয়েকজন সিরীয় সেনা নিহত হয়েছে। জেনারেল কমান্ড জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর সম্পূর্ণ ক্ষয়ক্ষতি ঠেকাতে সফল হয়েছে এবং পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতে শহর থেকে সরে এসেছে।
সূত্র: বিডি-প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।