বিনোদন ডেস্ক: বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক সুপারস্টার রয়েছেন যারা হিন্দি সিনেমায় অভিনয় করলেও তাদের ভারতীয় নাগরিকত্ব এখনো তৈরি হয়নি। এই তারকাদের মধ্যে কিছু রয়েছেন ভারতের বাইরের আবার কিছু রয়েছেন আমাদের দেশের, কিন্তু আমাদের দেশের নাগরিক হওয়া সত্ত্বেও এই সমস্ত তারকাদের নাগরিকত্ব এখনো পর্যন্ত তৈরি হয়নি। এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন তারকা রয়েছেন যারা ভারতীয় হওয়া সত্ত্বেও দেশটির নাগরিকত্ব তৈরি করতে পারেননি এখনও।
প্রথমেই বলব বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের কথা। যে অভিনেতা শুধুমাত্র অভিনয় করে কোটি কোটি ভারতীয় ভক্তদের হৃদয় রাজত্ব করে চলেছেন আজও, যিনি বহু সিনেমায় অভিনয় করেছেন এবং দেশপ্রেমের কথা বলেছেন, জানলে অবাক হয়ে যাবেন এই অভিনেতার কিন্তু ভারতীয় নাগরিকত্ব এখনো তৈরি হয়নি। অক্ষয় কুমারের কাছে আছে কানাডিয়ান পাসপোর্ট।
বলিউড কিউট অভিনেত্রী আলিয়া ভাট কিন্তু ভারতীয় নন। তিনি একজন ব্রিটিশ নাগরিক। যেহেতু আলিয়া ভাটের মা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তাই আলিয়া ভাটের কাছে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব।
ক্যাটরিনা কাইফের বাবা ভারতীয় হলেও তিনি জন্মগ্রহণ করেছেন হংকংয়ে। তাই ক্যাটরিনা কাইফের ভারতীয় নাগরিকত্ব নেই।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ শ্রীলংকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করলেও তার কাছে ভারতীয় নাগরিকত্ব নেই। ২০০৬ সালে মিস শ্রীলংকা হয়েছিলেন জ্যাকলিন। তিনি তাঁর জীবনের অর্ধেক কাটিয়েছেন মালয়েশিয়া এবং অর্ধেক কাটিয়েছেন বাহরাইনে। জ্যাকলিনের কাছে আছে শ্রীলংকার পাসপোর্ট কিন্তু এখনও পর্যন্ত তিনি ভারতীয় নাগরিকত্ব পাননি।
বলিউডের অন্যতম অভিনেত্রী দীপিকা পাডুকোন ব্যাঙ্গালুরুতে থাকলেও তিনি জন্মগ্রহণ করেন ডেনমার্কে। তাই অভিনেত্রীর কাছে নেই ভারতীয় পাসপোর্ট। নার্গিস ফাখরির কাছে রয়েছে মার্কিন নাগরিকত্ব, বলিউডে আসার আগে আমেরিকান টিভি মডেল হান্ট অনুষ্ঠানে কাজ করতেন তিনি।
আমির খানের ভারতীয় নাগরিকত্ব থাকলেও তাঁর ভাগ্নে ইমরান খান জন্ম থেকেই মার্কিন নাগরিক তাই ইমরান খানের কাছে ভারতীয় নাগরিকত্ব নেই।আদনান সামি সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন কিন্তু বহু যুগ তিনি ছিলেন পাকিস্তানের নাগরিক।
ঢাকা মাতাচ্ছেন সানি লিওন, হুশিয়ারি দিয়ে যা বলল ইসলামী ঐক্যজোট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।