বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের জুহু পুলিশ। অভিনেত্রী আলিয়া ভাটের সই নকল করে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে বেদিকাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, আলিয়া ভাটের সই নকল করে ৭৬.৯ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯ লাখ টাকার বেশি) তুলে নেন বেদিকা। পাঁচ মাস আগে অর্থ জালিয়াতির অভিযোগে বেদিকার বিরুদ্ধে মামলা করেন আলিয়ার মা সনি রাজদান। বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বেদিকাকে আদালতে হাজির করে পুলিশ। আদালত বেদিকাকে ১০ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
বিএনএস-এর ৩১৬(৪) এবং ৩১৮(৪) ধারায় বেদিকার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে জুহু পুলিশ। তবে এ বিষয়ে আলিয়া ভাট কিংবা তার টিম থেকে কোনো ধরনের বিবৃতি দেননি।
২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে আর্থিক প্রতারণা হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি আলিয়ার মা পুলিশে অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরই বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয় এবং পুলিশ তদন্তে নামে।
২০২১ সালে প্রোডাকশন হাউজ চালু করেন আলিয়া ভাট। ইটারনাল সানশাইন প্রোডাকশনস শুরুর দিন থেকে ২০২৪ সাল পর্যন্ত বেদিকা আলিয়ার সঙ্গেই কাজ করতেন বলে জানা গিয়েছে। সেই সময়ে অভিনেত্রীর আর্থিক নথিপত্র ও টাকা তার হাতেই থাকত। আলিয়ার ব্যক্তিগত অ্যাকাউন্ট ও প্রোডাকশন হাউজের অ্যাকাউন্ট থেকে মোট ৭৬ লাখ ৯০ হাজার ৮৯২ টাকা সরিয়েছেন বেদিকা।
তবে পুলিশের বরাত দিয়ে অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বেদিকা শেঠি জাল বিল তৈরি করে আলিয়াকে দিয়ে সই করিয়ে টাকা তুলেছিলেন। অভিনেত্রীকে তিনি ওই বিলগুলো তার ভ্রমণ সংক্রান্ত খরচ ও অন্যান্য খরচ বলে ভুল বুঝিয়ে সই করানো হয় বলে অভিযোগ। জালিয়াতি করা টাকা দিয়ে বেদিকা শেঠি পেশাদার কিছু সরঞ্জাম কিনেছিলেন। বাকি টাকা তার বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন; যা পরে আবার তার অ্যাকাউন্টেই ট্রান্সফার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।