বিনোদন ডেস্ক : রণবীর আলিয়ার বিয়ে শেষ। একে একে কাজে ফিরছেন তারকারা। ‘মেয়ে’কে শ্বশুরবাড়ি পাঠিয়ে ‘হুনরবাজ’এর সেটে ফিরেছেন করন জোহরও। রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে রয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে সেটে ফিরে এসেছেন করন। সেখানেই মেহেন্দি অনুষ্ঠানের একটি মজার ঘটনার গল্প শেয়ার করেন পরিচালক প্রযোজক।
সঞ্চালক ভারতী মজা করে করনকে বলেন, বিয়ের কনের থেকে বেশি তিনিই সেজেগুজে গিয়েছিলেন। তখনি পরিণীতি দেখান, পরিচালক হাতে মেহেন্দিও পরেছেন। করন জানান, তিনি অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে আলিয়ার বিয়েতে মেহেন্দি পরবেন।
এর আগে কখনো মেহেন্দি পরেননি তিনি। কিন্তু মেয়ের বিয়ে বলে কথা। তাই করন আগে রেখেছিলেন, মেহেন্দি তিনি পরবেন। কিন্তু আলিয়ার বিয়ের সময় প্রচণ্ড গরম ছিল। ঘন ঘন ঘাম মুছতে হচ্ছিল করনকে। কিন্তু তাঁর হাতে যে মেহেন্দি পরা সেটা বেমালুম ভুলেই মেরে দিয়েছিলেন তিনি।
ফলতঃ সব মেহেন্দিটা লেগে যায় করনের মাথায়, মুখে। সঙ্গে সঙ্গে সেসব ধুতে হয় তাঁকে। অবশ্য করনকে বিপদ থেকে উদ্ধার করেন আলিয়ার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট। তিনিই নাকি কীসব লোশন দিয়ে সেযাত্রা বাঁচিয়ে দেন করনকে। ভারতী আবার খোঁচা মেরে বলেন, “তাও ভাল মেহেন্দিটা উঠে গিয়েছিল। নাহলে তো মনে হত কেউ পান খেয়ে আপনার মুখেই পিক ফেলেছে!”
প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে আলিয়ার গডফাদার হলেন করন। বাবা মহেশ ভাট নামী পরিচালক হলেও অভিনেত্রীকে প্রথম সুযোগ দিয়েছিলেন করনই। তাই আলিয়াকে নিজের মেয়ের মতোই ভালবাসেন তিনি। আর প্রত্যেক বাবার মতো তাঁরও অনেক স্বপ্ন ছিল আলিয়ার বিয়ে নিয়ে। অভিনেত্রীর হাতে মেহেন্দি লাগতেই নাকি কেঁদে ভাসিয়েছিলেন করন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।