বিনোদন ডেস্ক : আলিয়া ভাটের বাবা মহেশ ভাটের মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক কঙ্গনা রানাউতের। তার পরও কখনো আলিয়ার বাবাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন, কখনো আবার আলিয়ার প্রতিভাকে নেপোটিজমের বিতর্কে জুড়ে দিয়েছেন। বলেছেন, নানা কটূ কথা। বলেছেন আলিয়ার দাম্পত্য জীবন নিয়েও।
যদিও পালটা কোনো মন্তব্য করতে যাননি আলিয়া। আলিয়া ভাটের ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ১০০ কোটির গণ্ডি ছুঁতেই আলিয়ার সমালোচনা করতে শোনা গিয়েছিল কঙ্গনাকে। বলেছিলেন, ‘গাঙ্গুবাঈয়ের সাফল্য ভুয়া। জলে দুধ মেশাচ্ছেন আলিয়া…।’
এবার জাতীয় পুরস্কার মঞ্চে জয়ী আলিয়া। প্রতিদ্বন্দ্বী হিসাবে ‘থালাইভি’-এর জন্য মনোনীত ছিলেন কঙ্গনাও। এর আগে কঙ্গনা চারবার জাতীয় পুরস্কার পেলেও এবার বাজিমাত করলেন আলিয়াই। জাতীয় পুরস্কারের মঞ্চে গাঙ্গুবাঈয়ের জয়ধ্বনি শুনেই ‘অভিমানী’ সুর কঙ্গনা রানাউতের কণ্ঠে।
বললেন, ‘কৃষ্ণ আমাকে অঢেল দিয়েছেন।’ আলিয়া ভাটের জাতীয় পুরস্কার পাওয়ার সন্ধ্যাতেই কঙ্গনার এমন মন্তব্যের মানে বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের একাংশের। ‘থালাইভি’ ছবির জন্য যে কঙ্গনা রানাউত জাতীয় পুরস্কারে সম্মানিত হতে পারেন, বুধবার থেকেই এমন জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মন ভাঙল চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ নায়িকার। এবার তার কোনো ছবিই স্থান পেল না পুরস্কারের খাতায়।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, খানিক অভিমানী সুরেই শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘২০২৩ সালে সব জাতীয় পুরস্কার বিজয়ীদের শুভেচ্ছা। এটা এমন এক শিল্পের উদযাপন, যেখানে দেশের সব শিল্পী জড়ো হন। সব আঞ্চলিক ভাষায় যে রকম দারুণ কাজ হচ্ছে, সেটি জানতে পেরে বেশ ভালো লাগছে।
আমার ‘থালাইভি’ কোনো পুরস্কার জিতল না বলে যাদের মন খারাপ, তাদের বলব— কৃষ্ণ আমাকে অঢেল দিয়েছেন। আপনাদের ভালোবাসা আর প্রশংসাই আমার সম্বল। শিল্প বিষয়ভিত্তিক এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, জুরি সদস্যরা তাদের সেরাটাই চেষ্টা করেছে। সবাইকে হরে কৃষ্ণ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।