বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বলিউড প্রেমীদের কাছে তো বটেই, পাপারাৎজিদের কাছেও ‘রালিয়া’ অন্যতম ‘হট সাবজেক্ট।’ সোমবার ছুটি কাটানোর উদ্দেশে মুম্বাই বিমানবন্দর থেকে বিমানে উড়লেন এই জুটি। ইতিমধ্যেই বিমানবন্দরের চত্বরের রণবীর-আলিয়ার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।
এদিন দু’জনকেই বেশ ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে। সাদা ক্রপ টপের সঙ্গে নীলরঙা ফ্লেয়ার্ড ডেনিম পরেছিলেন আলিয়া। সঙ্গে মাথায় বেঁধেছিলেন ছোট্ট ব্যান। মুখে বরাবরের মতো মাস্ক। নজর এড়ায়নি নায়িকার হাতে থাকা ছোট্ট হ্যাণ্ডব্যাগও। অন্যদিকে, সাদা ওভারসিজ টিশার্ট-এর সঙ্গে কালো কার্গো এবং পায়ে রঙিন স্নিকার্স-এ নিজের চিরপরিচিত ‘কুল’ মেজাজে ধরা দিয়েছেন রণবীর। এবং অবশ্যই চোখে সানগ্লাস এবং মাথায় টুপি।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের চত্বরে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন রণবীর ও আলিয়া। পিছন পিছন ছুটে চলেছেন পাপারাৎজির দল। সঙ্গে পোজ দেওয়ার জন্য তাঁদের উদ্দেশে করে চলেছেন আবদার। কথা না বাড়িয়ে হাঁটতে দেখা গেল আলিয়াকে। সেখানে রণবীর ঝট করে বলে ওঠেন, ‘ঠিক আছে, ঠিক আছে। আস্তে আস্তে হাঁটছি। ছবি তুলুন। হাঁটা অবস্থায় ছবি তুললে ব্যাপারটি আরও ভালো হয় না?’ রণবীরের মুখে এমন কথা শুনে খানিকটা অবাক হলেও যে বেশ মজা পেয়েছেন আলিয়া, তা সেই ভিডিওতেই স্পষ্ট।
View this post on Instagram
এরপর অবশ্য বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের পেরিয়ে লাউঞ্জে ঢোকার আগে মাস্ক পরা অবস্থাতেই পাপারাৎজিদের জন্য পোজ দেন আলিয়া। যাওয়ার আগে তাঁদের উদ্দেশে হাত তুলে অভিবাদনও জানাতে দেখা যায় রণবীরকে।
সূত্র: হিন্দুস্তাইন টাইমস
যে ভয়ে দুই-দুইবার সাইফের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।