বিনোদন ডেস্ক : তারকাদের পেছনে হামেশাই ধাওয়া করে ক্যামেরা। বাড়ি থেকে বেরোনোর পর থেকে প্রবেশ পর্যন্ত ছবি শিকারিদের হাত থেকে রক্ষা পাওয়া কখনো কখনো মুশকিল হয়ে পড়ে। কিন্তু তাদের ব্যক্তিগত মুহূর্ত যদি কেউ ফ্রেমবন্দি করে তাহলে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, গত মঙ্গলবার রাতে আলিয়া ভাটের একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন আলিয়া ভাট ও তার স্বামী রণবীর কাপুর। এরপর এ নিয়ে মুখ খুললেন রণবীর।
সংবাদমাধ্যমকে এই অভিনেতা জানিয়েছেন, এ ঘটনায় চিন্তিত তিনি। বিশেষ করে তার মেয়ে রাহার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ সময় তিনি মেয়ের ছবি সংবাদমাধ্যমে প্রকাশ না করারও অনুরোধ করেন।
দুদিন আগে শয়ন কক্ষে দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসে থেকে ছবি ধারণ করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়। ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে আলিয়ার। ক্ষোভে ফেটে পড়েন রণবীর কাপুর।
আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এটি কোন ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। ঘরে যাওয়া মাত্রই মনে হলো কেউ নজরদারি চালাচ্ছেন আমার ওপর। দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন!
আলিয়া জানান, দুপুরে বিশ্রামের সময় যখন নিজের মতো ছিলেন, পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসেছিলেন তার ঘরের দিকে। অভিনেত্রীর অসতর্ক মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেন সেই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
এখানেই শেষ না করে আলিয়া আরও লেখেন, ‘কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? এ ধরনের কাজের অনুমতি কোথায় রয়েছে? এটি একজনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে, যা পার করা উচিত নয়। এরা সবটা অতিক্রম করে ফেলেছে! নিজের পোস্টে মুম্বাই পুলিশকেও ট্যাগ করে সাহায্য চান এ অভিনেত্রী।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে আলিয়াকে লিখিত অভিযোগ দিতে বলা হয়। লুকিয়ে তোলা ছবিগুলোতে আলিয়াকে বাড়ির পোশাকে তার লিভিং রুমে বসে থাকতে দেখা গেছে। ছবি তোলার জন্য জুম লেন্স ব্যবহার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।