খালি পায়ে আলিয়া-রাশমিকার উদ্দাম ড্যান্স, ভাইরাল ভিডিও

আলিয়া-রাশমিকা

বিনোদন ডেস্ক : ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সেজেছিলেন রুপোলি আভায়। দ্বিতীয় দিনেই সম্পূর্ণ ভোলবদল আলিয়া ভট্টের। খালি পায়েই মঞ্চ মাতালেন অভিনেত্রী।

আলিয়া-রাশমিকা

গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই সেজে উঠেছে মুম্বই। এক দিকে বিশ্বখ্যাত ফ্যাশন ডিজ়াইনার সংস্থা ক্রিশ্চিয়ান ডিওয়ের ফ্যাশন শো। অন্য দিকে ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান। দুই মিলিয়ে মায়ানগরী এখন আলোয় ঝলমলে। ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’ উদ্বোধনের প্রথম দিনে রুপোলি শাড়িতে ও কাঁধখোলা ব্লাউজ়ে সেজেছিলেন আলিয়া ভট্ট। স্বামী রণবীর কপূরকে যদিও তাঁর পাশে দেখা যায়নি। একাই লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন পর্দার ‘গঙ্গুবাঈ’।

দ্বিতীয় দিন আলিয়ার সাজ একেবারে আলাদা। নামজাদা পোশাক সংস্থা এলি সাব-এর ঘিয়েরঙা পোশাকে সেজেছিলেন রণবীর কপূরের ঘরনি। তবে, মঞ্চে উঠতেই পোশাক বদল আলিয়ার। পায়ে নেই জুতোও। খালি পায়েই মঞ্চে মন খুলে নাচলেন অভিনেত্রী। নেপথ্যে বাজল ‘আরআরআর’ ছবির অস্কারজয়ী গান ‘নাটু নাটু’। আলিয়াকে আর আটকে রাখে কে! জুতো খুলে খালি পায়েই মঞ্চ মাতালেন অভিনেত্রী।

তাঁর সঙ্গে তাল মেলালেন রশ্মিকা মন্দনাও। প্রসঙ্গত ‘আরআরআর’ ছবিতে কম সময়ের জন্য হলেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল আলিয়াকে। ছবির প্রচারে অংশগ্রহণ না করলেও এসএস রাজামৌলির ছবির সাফল্যে বরাবর শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া।

এ বার মঞ্চ পেয়ে ‘নাটু নাটু’ গানে নেচেও নিলেন অভিনেত্রী। তাঁকে যোগ্য সঙ্গত করলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা। সোনালি শাড়ি পরেই আলিয়ার সঙ্গে পা মেলালেন ‘মিশন মজনু’র অভিনেত্রী। দুই নায়িকার যুগলবন্দি ভাইরাল হল সমাজমাধ্যমে।

অন্তর্বাস পরে মেট্রোতে, উরফিকেও হার মানালেন এই তরুণী

মাস খানেক আগে অন্য এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ‘নাটু নাটু’ গানে মঞ্চ মাতিয়েছিলেন আলিয়া। গত বছর নভেম্বরে মা হয়েছেন অভিনেত্রী। তার মাত্র তিন-চার মাসের মাথায় আলিয়াকে মঞ্চে লাইভ পারফরম্যান্সে ফিরতে দেখে অভিভূত অনুরাগীরা। সন্তানপ্রসবের পরেও চেহারা তো ধরে রেখেইছেন, পাশাপাশি অভিনেত্রীর ফিটনেস দেখেও মুগ্ধ তাঁরা।