আলিয়ার এক লেহেঙ্গার দামই ২ লাখ ৪৫ হাজার টাকা

বিনোদন ডেস্ক: বেশ ফুরফুরে মেজাজে আছেন আলিয়া ভাট। ভাসছেন খুশির জোয়ারে। ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে।

গাঙ্গুবাইয়ের এই সাফল্য নানাভাবে উদযাপ করছেন এই অভিনেনেত্রী। এদিকে সম্প্রতি আলিয়া ভাট সম্প্রতি সেলেব্রিটি স্টাইলিস্ট লক্ষ্মী লেহর ইনস্টাগ্রামে আলিয়া ভাটের ছবি আপলোড করেছেন। সেখানে এ নায়িকাকে গোলাপি লেহেঙ্গা পরা দেখা যাচ্ছে। এই পোশাকের দাম দুই লাখ ২২ হাজার রুপি, বাংলাদেশের মুদ্রায় যা দুই লাখ ৪৫ লাখ টাকার বেশি।

 

View this post on Instagram

 

A post shared by Lakshmi Lehr (@lakshmilehr)


ছবিতেও গাঙ্গুবাইয়ের সাফল্যে যে বেশ প্রাণবন্ত হয়ে আছেন সেটা অনুমেয়।

গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’। এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন বলিউড ডিভা আলিয়া ভাট। বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন।

বড় বিপদে শ্রাবন্তী, হতে পারে ৪ বছরের জেল!

আলিয়া ভাটকে আগামীতে ‘ডার্লিংস’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে।