বিনোদন ডেস্ক: এই মুহূর্তে বিটাউনের সবচেয়ে আলোচিত বিষয় রণবীর-আলিয়ার বিয়ে। বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) সাত পাকে বাঁধা পড়বেন তারা- এমনটাই জানিয়েছিলেন কনের কাকা রবিন ভাট। তবে এখন শোনা যাচ্ছে, রণবীর-আলিয়ার বিয়ে আপতত স্থগিত করা হয়েছে!
আলিয়ার ভাই রাহুল ভাট ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘বিয়েটা হচ্ছে, তবে ১৪ এপ্রিল হচ্ছে না। ১৩ বা ১৪ তারিখ বিয়ের কোনো অনুষ্ঠান নেই। এটা পুরোপুরি নিশ্চিত। আসলে শুরুতে তেমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু সংবাদমাধ্যমে তারিখ ফাঁস হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে বিয়ের তারিখ বদলে দেওয়া হয়েছে।’
এদিকে আলিয়ার বাবা বলিউডের খ্যাতিমান নির্মাতা মহেশ ভাটের ভাষ্য, ‘আমাকে রণবীরের মা নীতু কাপুর এই বিয়ে নিয়ে কিছু বলতে মানা করেছে, আমি তার অনুরোধ ফেলতে পারব না।’
বলি পাড়ার এই হবু দম্পতির বিয়েতে কঠোর সুরক্ষাব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, সুরক্ষাব্যবস্থার কিছু অংশ আলিয়ার ভাই রাহুল ভাটের কাঁধে আছে।
তিনি ভারতের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই তারকার বিয়ের দিনের জন্য ২০০ বাউন্সারকে নিযুক্ত করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার করা হবে।
রাহুলের ভাষ্যমতে, ‘ড্রোন উড়িয়ে আকাশপথেও লাগাতার নজরদারি চলবে। কোনো রকম অবাঞ্ছিত ঘটনা বিয়েতে কাম্য নয়। তাই নিরাপত্তা ব্যবস্থা একটু বেশিই জোরদার করা হয়েছে। নিরাপত্তারক্ষীদেরই একটি অংশ অতিথিদের নিয়ে যাবেন বিয়ের আসরে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
মেয়ের সাথে রণবীবের বিয়ে নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মুকেশ ভাট
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel