বিনোদন ডেস্ক: বলিউডে একের পর এক খুশির খবর। আবারো বাজছে বিয়ের সানাই। এবার বলিউডের আর এক বিগ ফ্যাট ওয়েডিং হতে চলেছে। বিয়ের সানাই বাজতে চলেছে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। দুই তারকাই বিয়ের প্রসঙ্গে একেবারে স্পকটি নট। মুখ খুলছেন না রণবীর কাপুরের পরিবারের কোনও সদস্য। যদিও আলিয়া ভাটের দাদা এবং কাকা সম্প্রতি বিয়ের খবর এবং বিয়ের তারিখ নিশ্চিত করেছেন। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে উপস্থিত থাকতে পারেন বলিউডের একঝাঁক তারকা। ইতিমধ্যেই দুই তারকার বিয়েতে আমন্ত্রিত অতিথিদের একটা তালিকা প্রকাশ পেয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, কোন কোন তারকা আমন্ত্রিত নন এই বিগ ফ্যাট ওয়েডিংয়ে (Ranbir Kapoor Alia Bhatt Wedding)।
বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যাচ্ছিল আগামী ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যেই বিয়ে সারবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। যদিও অভিনেত্রীর কাকা রবীন ভাট ইতিমধ্যেই বিয়ের সঠিক তারিখ জানিয়েছেন। তিনি জানান আগামী ১৪ এপ্রিলই চারহাত এক হবে বলিউডের জনপ্রিয় এই জুটির। যদিও দুই তারকার পক্ষ থেকে অফিশিয়ালি এখনও পর্যন্ত বিয়ের দিন ঘোষণা করা হয়নি। ইতিমধ্যেই একটি তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে জানা যাচ্ছে, কোন কোন বলিউড তারকা আমন্ত্রিত নাও থাকতে পারেন রণবীর-আলিয়ার বিয়েতে।
১. কঙ্গনা রানাউত- বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) কোনও সুযোগ হাতছাড়া করেন না আলিয়া ভাটকে আক্রমণ করতে। বারবার তাঁর অভিযোগের আঙুল উঠেছে আলিয়া ও তাঁর বাবার দিকে। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিকে ঘিরেও আলিয়া ভাটকে ‘রমকম বিম্বো’, মহেশ ভাটকে ‘মুভি মাফিয়া’ এবং আরও নানা বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে কঙ্গনাকে। তাই এত বিতর্কের মাঝে রণবীর-আলিয়ার বিয়েতে কঙ্গনা রানাউতের উপস্থিতি নিয়ে খুব একটা আশার আলো দেখছেন না অনুরাগীরা।
২.সালমান খান- রণবীর কাপুরের সঙ্গে সালমান খানের (Salman Khan) ঠান্ডা লড়াইয়ের কথা অজানা নয় কারও। আলিয়া ভাটের আগে রণবীর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। কিন্তু শোনা যায়, ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির সময় থেকেই সালমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রণবীরের সঙ্গে সম্পর্ক তৈরি করেন ক্যাটরিনা। আর তখন থেকেই ভাইজানের ব্যাড বুকে নাম উঠে যায় রণবীরের।
৩. ক্যাটরিনা কাইফ- বিচ্ছেদ হওয়ার আগে ৬ বছর ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে অত্যন্ত সিরিয়াস ছিলেন। এবং শোনা গিয়েছিল যে, দ্রুত তাঁরা বিয়েও করবেন। কিন্তু তাঁদের সম্পর্কে তিক্ততা দেখা দেয় এবং বিচ্ছেদ হয়ে যায়। ‘জগ্গা জাসুস’ ছবির সময় পরিচালক অনুরাগ বসু জানিয়েছিলেন যে, রণবীর-ক্যাটরিনার সম্পর্কে এতটাই তিক্ততা এসেছিল যে, তাঁর শ্যুটিং করতেও নানা সমস্যা দেখা দিয়েছিল। এর পাশাপাশি, ক্যাটরিনা-আলিয়ার বন্ধুত্বের কথাও জানা যেত। কিন্তু রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর আলিয়ার সঙ্গে বন্ধুত্ব ছেদ হয় ক্যাটরিনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।