বিনোদন ডেস্ক : ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনে ব্যালেন্স অনেকেই করতে পারেন না। অনেকে তা করতে পারলেও রীতিমতো হিমশিম খেতে হয় তাদের। এমন পরিস্থিতিতে জীবনে কীভাবে ভারসাম্যে থাকবেন এমনটাই এবার জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট।
সম্প্রতি আমাজনের প্রাইম লঞ্চ করছে একটি নতুন সিরিজ। সে কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও। সেই অনুষ্ঠানে অংশ নেয়ার সময় আলিয়া জানান, নিজের কর্মজীবন, পরিবার, বিবাহিত জীবন, নিজের সন্তান, ঘরের কাজসহ সবক্ষেত্রে সমানতালে চলা খুব কঠিন।
এদিকে রেডিও টুডে প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকে আরও জানা যায়, আলিয়া বলেছেন, সবাই এসবে ভারসাম্যে থাকতে সঠিকভাবে নিজের কাজগুলো সুন্দরভাবে মেইনটেন্ট করে থাকে। একজন স্টার হিসেবে আমারও সব কাজ মেইনটেন্ট করতে হয়। কিন্তু সব সময় যে আমি তা পারি, এমনটা কিন্তু নয়। কখনও কখনও আমিও তা পারি না।
আমাজনের অনুষ্ঠানে অংশ নেয়ার ওই মুহূর্তে সব দিকে সমান তালে ভারসাম্যে থাকার সূত্র ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আলিয়া। তিনি বলেন, কখনও ভাববেন না, কী করছেন না। বরং হাসি মুখে ভাবুন আজকের দিনটাকে কীভাবে ভালোভাবে কাজে লাগালেন। যদি কাজে লাগাতে ব্যর্থ হন আজ, তবে মন খারাপের কিছু নেই। তা আগামীকাল শেষ করার চেষ্টা করুন।
আলিয়া এ বিষয়ে আরও বলেন, কখনও সফল হবেন, কখনও হবেন না। এটাই জীবন। এ নিয়ে মাথা ঘামাবেন না। বরং সামনের দিকে এগিয়ে যান। তবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা পাবেন, সেই সঙ্গে ভারসাম্য রাখতে পারবেন ব্যক্তি ও কর্ম জীবনেও।
বর্তমানে অভিনেত্রী আলিয়ার ঘরে রয়েছে একমাত্র কন্যা সন্তান রাহা। জীবনে এখন সবকিছুর আগে নিজের মেয়েকেই বেশি প্রাধান্য দেন তিনি। তবে শুধু যে সংসার সামলাচ্ছেন তা কিন্তু নয়, কাজও করছেন সমান তালে।
৩০ বছর বয়সী এই অভিনেত্রীর এই মুহূর্তে বলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকি অউর রানী কি প্রেম কাহিনি’। অন্যদিকে হলিউডের ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘হার্ট অব স্টোন’ সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।