আলিয়া ভাটের নতুন চমক

আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডের অতি চর্চিত তারকা হিসেবে প্রায়ই তার নাম উঠে আসে। সরাসরি কথার জন্যও এত চর্চায় থাকেন তিনি। এতদিন অভিনেত্রী হিসেবে দেখা গেলেও, এবার সেই আলিয়া ভাট ধরা দিলেন প্রযোজক রূপে। তার প্রথম প্রযোজনা করা ছবি ‘ডার্লিং’ এর টিজার লঞ্চ করল ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে। ইতিমধ্যেই সেই টিজার ভাইরাল হয়ে গেছে।

আলিয়া

এই ছবিতে তিনি নিজেই অভিনয় করছেন। এছাড়াও রয়েছেন শেফালি শাহ, বিজয় ভার্মা, রোশন মেহতা। এই ছবির পরিচালক যশমিত কেরিন। ছবিতে আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন শেফালি শাহ। মূলত মা ও মেয়েকে কেন্দ্র করেই এই ছবিটি। ছবি যে বেশ রহস্যে ভরপুর তার আভাস পাওয়া যাচ্ছে এই টিজার দেখেই।

গত ২৭ জুন আলিয়া তার মা হওয়ার খবর নিজেই সকলকে জানান। ওই সুসংবাদ শুনে তাঁর ভক্তরা খুবই খুশি হয়েছিলেন। এবার তিনি তার ভক্তদের আবার নতুন চমক দিলেন ‘ডার্লিং’-এর টিজার লঞ্চ করে।

Darlings | Official Teaser | Alia Bhatt, Shefali Shah, Vijay Varma, Roshan Mathew | Netflix India