মাত্র দেড় বছরেই রাহার শরীরে বদল আনলেন আলিয়া? দেখে চমকে গেলেন সবাই

আলিয়া ভাট ও রণবীর কাপুর

বিনোদন ডেস্ক : রাহার এক বছর বয়স হওয়ার পর আলিয়া ভাট ও রণবীর কাপুর সিদ্ধান্ত নিয়েছিলেন, ছোট্ট রাহার সঙ্গে সকলের পরিচয় ঘটাবেন। যদিও তার আগে পাপারাৎজিদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন কাপুর পরিবার রাহার। তবে তখন শর্ত ছিল একটাই ছবি সামনে আসবে না। এখন আর সেই শর্ত নেই।

আলিয়া ভাট ও রণবীর কাপুর

দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে কাপুর পরিবারের সদ্যজাত সদস্য রাহা কাপুর। আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা। জন্মলগ্ন থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিতে দেখা যায় তাকে। তবে খুব সহজে দর্শন মেলেনি তাঁর। দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল সকলকে। রাহার এক বছর বয়স হওয়ার পর আলিয়া ভাট ও রণবীর কাপুর সিদ্ধান্ত নিয়েছিলেন, ছোট্ট রাহার সঙ্গে সকলের পরিচয় ঘটাবেন। যদিও তার আগে পাপারাৎজিদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন কাপুর পরিবার রাহার। তবে তখন শর্ত ছিল একটাই ছবি সামনে আসবে না। এখন আর সেই শর্ত নেই। তাই কখনও মায়ের কোলে, কখনও বাবার, মাঝে মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে ছোট্ট রাহা। দেখতে একেবারে রাজকাপুরের মতো, কেউ আবার বলছেন, দিন দিন সে হয়ে উঠছে বাবার মতো। তার নীল কটা চোখ যেন প্রতিটা মুহূর্তে মন জয় করছে সকলের।

বিয়ের দাবিতে সালমানের বাড়িতে অচেনা নারী

এবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড প্রি-ওয়েডিং পার্টি থেকে ছড়িয়ে পড়ল তার ছবি। বর্তমানে মা-বাবার সঙ্গে ক্রুজ পার্টিতেই সময় কাটছে তার। আর সেখান থেকে তোলা রাহার ছবি দেখে অবাক সকলে। মাত্র দেড় বছর বয়সেই ফ্যাশন নিয়ে ভাবনা? ছোট্ট রাহার কান ফুটো করে দিয়েছেন আলিয়া ভাট। নজরে এল তার কানের ছোট্ট ট্যাপ। যা দেখে অনেকেই বেশ খুশি।

চোখের সামনে যেন বড় হচ্ছে রাহা। আলিয়া ভাট ও রণবীর কাজের বাইরে পুরো সময়টাই তাঁদের সন্তানকে দিতে চান। দিয়েও থাকেন। সকলে মিলে রাহাকে আগলে বড় করছে। যদিও সোশ্যাল মিডিয়ায় রাহাকে নিয়ে খুব একটা পোস্ট করেন না জুটি। কেবল মা-বাবার সঙ্গে বাইরে বেরলেই একমাত্র রাহার দর্শন মেলে।