আলিয়ার পোশাকের ব্যবসা কিনে নিচ্ছে রিলায়েন্স

আলিয়ার পোশাক

বিনোদন ডেস্ক : আলিয়া ভাটের ব্র্যান্ড ‘ইদ-এ-মাম্মা’ এবার কিনে নিতে চলেছে রিলায়েন্স গ্রুপ। শিশুদের পোশাক পাওয়া যায় মূলত এই ব্র্যান্ডে। বাজারে আরো বড় শেয়ার হোল্ড করার জন্য, সেটাকে আরো বেশি ছড়িয়ে দেয়ার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

আলিয়ার পোশাক

রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটা অংশ রিলায়েন্স ব্র্যান্ড এখন এ বিষয়ে কথাবার্তা বলছে। ৩০০-৩৫০ কোটি টাকার বিনিময়ে তারা এই ব্র্যান্ড কিনবে। আপাতত মোটামুটি সব ফাইনাল হয়ে গেছে। আগামী ৭-১০ দিনের মধ্যে হয়তো এগ্রিমেন্ট হয়ে যাবে দুই ব্র্যান্ডের মধ্যে।

২০২০ সালে আলিয়া ব্র্যান্ডটি চালু করেছিলেন। তার এই ব্র্যান্ড চালু করার মূল উদ্দেশ্য ছিল দেশের শিশুদের জন্য কম দামে ভালো মানের টেকসই জামা নিয়ে আসা। মূলত ৪-১২ বছর বয়সিদের জন্য এই ব্র্যান্ড চালু করা হয়েছিল।

আলিয়ার পোশাক

চলতি বছরের শুরুর দিকে একদম ছোটদের জন্য বডিস্যুট, স্লিপ স্যুট নিয়ে আসা হয়। আগামী ২-৩ বছরের পরিকল্পনার কথা জানিয়ে আলিয়া এর আগে জানিয়েছিলেন তিনি এই ব্র্যান্ডের ইনফ্যান্ট বিভাগটি আরো বড় করতে চান।

গাড়ি নিয়ে ভণ্ডামি, নুসরাতের কাণ্ডে ফের শোরগোল

তিনি আরো ক্যাটাগরি অ্যাড করার কথাও ভাবছেন। তিনি জানিয়েছেন, তার এই ব্র্যান্ড পৃথিবীর বিষয়ে শিশুদের গল্প বলে। কী করে এই গ্রহের যত্ন নেয়া উচিত, সেই কথাও বলে।