৩০ বছরের অভ্যাস বদলে দিলেন আলিয়া

alia-bhatt

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০২২ সালের ১৪ এপ্রিল, ভালোবাসার মানুষ আলিয়াকে বিয়ে করে ঘরে তুলেন রণবীর। বছর ঘুরতে না ঘুরতেই সংসারে নতুন সদস্য তাদের কন্যা সন্তান রাহার আগমন হয়। পাল্টে যায় জীবনের সব হিসেব নিকেশ। দাম্পত্য জীবনে তারা এখন বেশ সুখি।

alia-bhatt

এবার এরকম সুখী পরিবারের পেছনের কাহিনী তুলে ধরলেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেছেন । এ জুটির প্রথম দেখার সময় আলিয়ার বয়স ছিলো ৯ বছর এবং রণবীরের ২০ বছর। সঞ্জয় লীলা বানসালি একটি ফটোশুটে একসাথে অংশগ্রহণ করেছিলেন এই যুগল। তারপর থেকেই রণবীর মনে করতেন আলিয়ার মধ্যে বিশেষ কিছু আছে।

রণবীর আরো বলেছেন কীভাবে তারা তাদের অবসর সময়কে বিশেষ মুহূর্তে পরিণত করেন। অবসর সময়ে তারা বসে গল্প করা, সিনেমা দেখা, একে অপরের আইডিয়া ভাগ করে নেওয়া, আড্ডা দেওয়া এসব করে কাটাতেন। যা তাদের সম্পর্ককে আরো মজবুত করতে সহায়তা করে।

তবে সেদিন রণবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাদের সম্পর্ক নিয়ে । তার মতে , একটি সুসম্পর্ক বজায় রাখতে দুদিক থেকেই চেষ্টা থাকতে হয়। দুদিক থেকেই সমান ত্যাগ থাকতে হয়।

রণবীর-আলিয়ার সম্পর্ক গভীর হয় করোনার সময়। তখন পুরো লকডাউনের সময় তারা দুজন একসাথে ছিলো। এছাড়াও রণবীরের সব খারাপ মুহূর্তে আলিয়া পাশে ছিলেন। রণবীর যেমন নিজের অনেক অভ্যাস বদল করেছেন তেমনি আলিয়াও নিজের ৩০ বছরের জোরে কথা বলার অভ্যাস বদল করেছেন।

স্নানঘরের ভিডিও নিয়ে যা বললেন উর্বশী

রণবীরের পরিবারের সঙ্গে আলিয়ার সম্পর্ক খুব ভালো। বিশেষ করে নিতু কাপুরের সঙ্গে তার সম্পর্ক একদম বন্ধুর মতো। যার কারণে রণবীর অনেক বেশি খুশি। সাক্ষাৎকারের শেষের দিকে তিনি বলেন, আমার চারপাশ নারীদের দ্বারা বেষ্টীত। আমার মা, আমার বোন, বোনের মেয়ে, আলিয়া এবং আমার মেয়ে রাহা। তারা সবাই সেরা তারা সবাই আমার শক্তি।