সেলফি তুলতে জানেন না আলিয়া! (ভিডিও)

আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : সবুজ রঙের পোশাক পরে রেড কার্পেটে হাস্যোজ্জ্বল আলিয়া ভাট। কিন্তু সেলফি তুলতে গিয়ে বিপাকে পড়লেন নায়িকা।

আলিয়া ভাট

পাপারাজ্জিদের আবদার একটি সেলফি তুলবেন তার সঙ্গে। সেই আবদার রাখতেই এগিয়ে এলেন আলিয়া। তারপর? হাতের কাছে একটি ফোনও পাচ্ছেন না! সম্পূর্ণ ঘটনা নজর এড়ায়নি নেটাগরিকদের। তাদের কথায়, ওকে কেউ ফোন দিচ্ছে না কেন সেলফি তুলতে? আবার কেউ বলছেন, লেহ! এ তো খুব অপমান।

ডেকে ডেকে হয়রান আলিয়া। কিন্তু ফোন পাচ্ছেন না হাতে। তারপর যাও একটা ফোন পেলেন, বাধলো আরেক গণ্ডগোল! সেলফি তুলতে গিয়েও বিরাট সমস্যা। ফোনের স্ক্রিনে ক্যামেরা খুঁজে পাচ্ছেন না তিনি। বারবার এদিক ওদিক করেও সমস্যা কমছে না। অমনি দর্শকদের মন্তব্য, সেলফি তুলতেও জানেন না? কি আশ্চর্য! পর মুহূর্তেই বন্ধুর সাহায্যে সামলে নিলেন গোটা ঘটনা। তারপর, সবাইকে একসঙ্গে নিয়ে মুহূর্তটা ফ্রেমবন্দি করলেন আলিয়া।

শেষ কিছু দিন ধরেই আলিয়ার চেহারা এবং লুক নিয়ে চরম শোরগোল চলছে। কেউ বলছেন তাকে বুড়ি লাগছে, কেউ বলছেন এত প্লাস্টিক সার্জারি করালে এমন লাগবে না?

‘ফারিয়াকে দিলে ঠিক করে ফেলবে’