রণবীরকে খুশি করতে দীপিকাকে অনুসরণ করছেন আলিয়া!

বিনোদন ডেস্ক : গত বছর রণবীর কাপুরকে বিয়ে করেছেন আলিয়া ভাট। গত নভেম্বরেই পরিবারে এসেছে তাদের সন্তান রাহা কাপুর।

এখন আলিয়ার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ তার মেয়ে রাহা কাপুর। পেশাগত দায়বদ্ধতা সামলাতে গিয়ে পরিবারকে উপেক্ষা করতে মোটেই রাজি নন আলিয়া। সেই ভাবনা থেকেই নতুন পরিকল্পনা অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, এ মুহূর্তে বিশ্বের সব থেকে সুখী মানুষ তিনি। পরিবার ও পেশা— দুই ক্ষেত্রেই সৌভাগ্যবতী তিনি। সেই আনন্দেই নাকি এবার একটি ট্যাটু করিয়ে ফেলতে চান নায়িকা। শুধু তিনি নিজে নন, আলিয়া জানান, রণবীরকেও নাকি একটি ট্যাটু করানোর জন্য রাজি করিয়ে ফেলেছেন অভিনেত্রী।

তবে ট্যাটুর বিষয়টি কী তা নিয়ে এখনো কিছু খোলাসা করেননি আলিয়া।

রণবীরের প্রেমে পড়ে ট্যাটু করিয়েছেন, এমন উদাহরণ এই প্রথম নয়। রণবীরের সঙ্গে প্রেমে সম্পর্ক থাকাকালীন নিজের ঘাড়ে তার নামের আদ্যক্ষর ‘আরকে’ ট্যাটু করিয়েছিলেন দীপিকা। সেই ছবি ভাইরাল হয়েছিল সর্বত্র। রণবীরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরও দীর্ঘদিন দীপিকার ঘাড়ে দেখা গিয়েছিল সেই ট্যাটু।

শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধবেন রাশমিকা